
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ১২:৩৯ পিএম
অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক, পদত্যাগের হুমকি সার্চ কমিটির

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৯:২৪ এএম
-67e6168168f07.jpg)
ছবি:সংগৃহীত
সংস্কারের নামে ক্রীড়া ফেডারেশনগুলোতে নতুন অ্যাডহক কমিটি দিচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সার্চ কমিটি ও ক্রীড়া পরিষদের মধ্যে দ্বন্দ্বের খবর প্রকাশ্যে এসেছে। কমিটি ঘোষণা নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন সার্চ কমিটির প্রধান জোবায়েদুর রহমান রানা।
যুব ও ক্রীড়া উপদেষ্টার আশ্বাসে সংবাদ সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়। সার্চ কমিটি বলছে, ক্রীড়া ফেডারেশনগুলোর গুরুত্বপূর্ণ পদে তারা যেসব কর্মকর্তার নাম সুপারিশ করছেন, তা আমূল বদলে যাচ্ছে মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদে। এর নেপথ্যে কারা, জানেন না কেউ।
ঘটনার সূত্রপাত কাল আরচারি, খোখো ও বেসবল-সফটবলের নতুন অ্যাডহক কমিটি ঘোষণার মধ্য দিয়ে। দেখা যায় আরচারির সাধারণ সম্পাদক পদে রেখে দেওয়া হয়েছে পদটি আঁকড়ে থাকা কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলকে। আট বছরের বেশি একই পদ আঁকড়ে থাকায় এরআগে ভলিবল থেকে আশিকুর রহমান মিকু, হ্যান্ডবল থেকে আসাদুজ্জামান কোহিনুর এবং কুস্তি থেকে বাদ দেওয়া হয় তাবিউর রহমানকে। তাহলে চপল কেন থাকবেন?
এ নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। বেলা ১২টায় এই তিন ক্রীড়া ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে ক্রীড়া পরিষদ। এরপরই শুরু হয় দ্বন্দ্বের। সূত্রমতে, আগের ২১টিসহ এই তিনটি কমিটির গুরুত্বপূর্ণ অনেক পদে অনেকের নাম তারা সুপারিশ করেননি, যাদের নাম প্রজ্ঞাপনে আছে এ নিয়ে আগে থেকেই অসন্তোষ বিরাজ করছিল সার্চ কমিটির সদস্যদের মধ্যে। এবার বিস্ফোরণ ঘটল।
সূত্রটি আরও জানায়, সার্চ কমিটির সুপারিশের পর তা যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদে ঘাপটি মেরে থাকা একটি গ্রুপ অনৈতিক পন্থায় সুপারিশকে বুড়ো আঙুল দেখিয়ে তদবিরের মাধ্যমে বাদ পড়াদের ফের জায়গা করে দিচ্ছে। ফ্যাসিস্ট সরকারের কর্মকর্তাদেরও পুনর্বাসন করা হয়েছে, যা ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে গেছে।
এ বিষয়ে সার্চ কমিটির প্রধান জোবায়েদুর রহমান বলেন, ‘আমাদের সুপারিশ করা অনেককেই রাখা হচ্ছে না কমিটিতে। আবার আট বছরের বেশি ফেডারেশনে থাকা কর্মকর্তাদেরও রাখা হয়েছে। এজন্য বিব্রত সার্চ কমিটির সদস্যরা। তাই আমরা সংবাদ সম্মেলন করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব বিষয়ে আমাদের কাছ থেকে ওয়াকিবহাল হয়ে সময় চেয়েছেন। দেখি এখন কী করেন তিনি। সেই অপেক্ষাতেই রয়েছি।’