
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ১২:৩২ পিএম
আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হয়ে কোচকে তাড়িয়েই দেবে ব্রাজিল?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৮:৫৪ পিএম

আরও পড়ুন
ব্রাজিল ফুটবল দলের কোচ দরিভাল জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। শুক্রবার এক সভায় এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ইএসপিএন ব্রাজিল।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের হার সিবিএফ প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেসকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। সাধারণত আন্তর্জাতিক ম্যাচের পর কোচের সঙ্গে সিবিএফের পর্যালোচনা বৈঠক হয়। তবে বুয়েনস আইরেসে বাজে পারফরম্যান্সের পর এই বৈঠক আগেভাগে ডাকা হয়েছে।
সিবিএফের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দরিভাল এখনো নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্তের কথা শোনেননি। তাকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনার ব্যাপারেও কিছু জানানো হয়নি। তবে সিবিএফের ভেতরে নতুন কোচ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য কোচ হিসেবে আলোচনায় আছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি, ফ্লামেঙ্গোর ফিলিপে লুইস এবং আল হিলালের হোর্হে জেসুস।
দরিভাল গেল বছর জানুয়ারিতে ব্রাজিলের দায়িত্ব নেন। তার আগে ফার্নান্দো দিনিজের অধীনে বাজে শুরুর পর তাকে সরিয়ে নেওয়া হয়। সাও পাওলোর কোচিং ছেড়ে ব্রাজিল দলের দায়িত্ব নিলেও তিনি দলকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারেননি।
গত কোপা আমেরিকায় উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। এরপর আর্জেন্টিনার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে নেমে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে বাছাইপর্বের শীর্ষ ছয় দল। বিশ্বকাপে খেলা নিয়ে আপাতত শঙ্কা নেই ব্রাজিলের। তবে দলের বর্তমান পারফর্ম্যান্স দিয়ে আগামী বছর ফুটবলের বিশ্বআসরে দলের পারফর্ম্যান্স নিয়ে শঙ্কায় সিবিএফ। সে কারণেই দরিভালকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে ব্রাজিল।