
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৬:১৪ পিএম
আইপিএল চলাকালেই নির্ধারণ হবে রোহিতের ভাগ্য

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০২:১৪ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ভারতের রঙিন পোশাকে যার এত অর্জন, সেই রোহিত শর্মা সাদা পোশাকে বড্ড মলিন। শেষ কয়েক মাস যাবৎ তাকে নিয়ে আলোচনা। টেস্টে রান পাচ্ছেন না, দলও হচ্ছিল ব্যর্থ। চাপটা পাহাড়সম হয়ে আসে অধিনায়ক রোহিতের কাঁধে। মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতেও হয়ত মন গলেনি ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের।
রোহিতের টেস্ট ভবিষৎ নিয়ে ভাবছে বোর্ড। তাকে বাদ অবশ্য এখনই দিতে চায় না। তবে বিসিসিআই তাকে শেষের সুযোগ দিচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে নেতৃত্বও থাকবে। তবে রোহিত কতদিন সাদা পোশাকে খেলবেন, তা তিনি নিজে এবং তার পারফর্ম ঠিক করে দেবে। দেশটির গণমাধ্যম পিটিআই জানিয়েছে, আইপিএলের শেষদিকে রোহিত জানতে পারবেন ধ্রুব সত্য।
প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও রোহিতে আস্থা রাখছে ভারত। ইংল্যান্ডে ভারতের টেস্ট দলকে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক সূত্র পিটিআইকে বলেন, ‘দল ঘোষণার জন্য যথেষ্ট সময় আছে। সম্ভবত (আইপিএলের) নক-আউটের আগে বা নক-আউট ম্যাচের পরে। তখনই স্পষ্ট ধারণা পাওয়া যাবে কোন খেলোয়াড়দের পাওয়া যাবে সেই বিষয়ে।’ তবে রোহিত বা কোহলির বিষয় আলাদা করে বলেননি তিনি। কিন্তু বিসিসিআই যে ওই সিরিজে জশপ্রীত বুমরাহকে চাচ্ছে, তা জানিয়েছে সূত্র।
আইপিএলের নকআউট পর্ব ২০, ২১ এবং ২৩ মে। এখন চলছে লিগ পর্ব। ফাইনাল ২৫ মে। ৪৫ দিনের সফরে ২০ জুন হেডিংলিতে প্রথম টেস্ট খেলবে ভারত। ইংলিশদের বিপক্ষে আছে দুটি চারদিনের প্রস্তুতি ম্যাচও। সেখানেও কয়েকজন সিনিয়রকে খেলাতে চায় ভারত। তবে আইপিএল শেষ হলেই সবাইকে পাবে নির্বাচকরা। তবে আইপিএল শেষ হওয়ার আগেই দল দিয়ে দেবে বিসিসিআই।