
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ১০:৫৫ এএম
ম্যারাডোনার মৃত্যুর নাটকীয় মোড়, গ্রেফতার দেহরক্ষী

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৯:১৭ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
দিয়েগো ম্যারাডোনার অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে করা মামলার বিচার নাটকীয় মোড় নিয়েছে। আর্জেন্টিনার সান ইসিদরো আদালতে আইনি প্রক্রিয়া চলমান। এরই মাঝে আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী হুলিও কোরিয়াকে।
আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার মৃত্যুর পর তার চিকিৎসায় অবহেলার অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়। তারই বিচার চলছে। শপথবাক্য পাঠ করে মিথ্যা বলায় হাতকড়া পরে আদালত ছাড়তে হয় ম্যারাডোনার সাবেক দেহরক্ষীকে।
২০২০ সালের ২৫ নভেম্বর ম্যারাডোনার মৃত্যুর সময় তার ঘরে ছিলেন কোরিয়া। আদালতে হাজির করা প্রমাণের ভিত্তিতে সরকারি কৌঁসুলিরা দাবি করেছেন, মিথ্যা বলার পাশাপাশি কোরিয়া তার দায়িত্ব পালনে অবহেলা করেছেন।
মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বুয়েন্স এইরেসের যে বাড়িতে ম্যারাডোনার চিকিৎসা চলছিল, সেখানে চিকিৎসার কোনো সরঞ্জাম দেখেননি বলে আদালতকে জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা।