
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ১২:৩৯ পিএম
সোহাগের দুর্নীতির তদন্ত শুরু

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৯:৩২ এএম

ছবি: সংগৃহীত
হাইকোর্টের নির্দেশে অবশেষে কাবাডির অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
এরই অংশ হিসাবে গত রোববার অভিযুক্ত এসএম নেওয়াজ সোহাগ ও অভিযোগকারী ফেডারেশনের সাবেক সদস্য দেলওয়ার হোসেন তাদের লিখিত অভিযোগ জমা দেন তদন্ত কর্মকর্তা ও ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ) মো. সাইদুর রশিদের কাছে।
পরদিন বিল-ভাউচারে তদন্তের জন্য কাবাডি ফেডারেশনে যান এই পরিচালক। বিষয়টি নিশ্চিত করেছেন দেলওয়ার হোসেন। তিনি বলেন, ‘গত রোববার সোহাগের দুর্নীতির যাবতীয় তথ্য দিয়ে আমার লিখিত বক্তব্য জমা দিয়েছি। সেখানে সাক্ষীর জন্য সাবেক কোষাধ্যক্ষ আরিফ মিহির ও বর্তমান কোষাধ্যক্ষ মনির হোসেন ছাড়াও সাবেক সদস্য আমজাদ হোসেন মজনু ও এসএমএ মান্নানের নামও দেওয়া হয়েছে।’
এদিকে তদন্ত শুরুর পর টনক নড়েছে সোহাগের। ২০২২ সালে তার মালিকানাধীন অ্যাডটাচের মাধ্যমে অনুষ্ঠিত ভাসাভি কাবাডি টুর্নামেন্টের বকেয়া অর্থ নেওয়ার জন্য পাওনাদারদের ফোন দিতে শুরু করেছেন।
এ বিষয়ে তৎকালীন মেডিকেল কমিটির সদস্য সচিব ও বর্তমানে বডিবিল্ডিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. কামরুজ্জামান বলেন, ‘অবাক হলেও সত্যি যে, তিন বছর আগের পাওনা তুলে নেওয়ার জন্য আমাকে ফোন দেওয়া হয়েছে সোহাগের অ্যাডটাচ থেকে। অথচ, এই পাওনার জন্য আমি অনেক দিন তাদের দ্বারস্থ হয়েছি।’
অন্যদিকে গত বছর সিনিয়র সার্ভিস কাবাডির অর্থ এখনো বুঝে পাননি বলে অভিযোগ করেন সাবেক কমিটির সদস্য আমজাদ হোসেন মজনু।