
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ১১:৫২ এএম
বাদ পড়ার পর ক্ষোভ ঝাড়লেন জহির

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৯:৪৮ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে ভালো করতে পারেননি দেশের অন্যতম সেরা স্প্রিন্টার জহির রায়হান। হিটে বাদ পড়েছেন তিনি। শুক্রবার চীনের নানজিংয়ে ৪০০ মিটার স্প্রিন্টের ৩ নম্বর হিটে ষষ্ঠ হয়ে বিদায় নিয়েছেন তিনি।
দৌড় শেষ করতে বাংলাদেশের এই অ্যাথলেট সময় নেন ৪৯.৮৪ সেকেন্ড। ছেলেদের ৪০০ মিটারে ২৯ জনের মধ্যে জহির হয়েছেন ২৫তম। হিটে ২৯ জনের মধ্যে তিনজন অ্যাথলেট দৌড়ে অংশ নেননি। পাঁচটি হিট থেকে সেরা দুজন করে মোট ১০ জন সরাসরি সেমিফাইনাল নিশ্চিত করেছেন।পাশাপাশি দ্রুততম সময়ে দৌড় শেষ করার ভিত্তিতে আরও দুজন পান সেমিফাইনালের টিকিট।
বিশ্ব ইনডোর থেকে বাদ পড়ে ক্ষোভে ফেটে পড়েন জহির। সামাজিক যোগাযোগমাধ্যমে নানজিং থেকে তিনি বলেন, ‘বিদায়ই আমাদের ভাগ্য। কারণ আমাদের জন্য অনুশীলনের পর্যাপ্ত কোনো ব্যবস্থা ছিল না। নিজের গাঁটের পয়সা খরচ করে অনুশীলন করেছি। এভাবে কি পদক জয়ের স্বপ্ন দেখা যায়?’
গত বছর ইরানের তেহরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে রুপা জেতেন জহির। তখন তার টাইমিং ছিল ৪৮.১০ সেকেন্ড, যা এখন পর্যন্ত তার ক্যারিয়ারসেরা। সেবার হিটে প্রথম হতে জহির সময় নেন ৪৮.৮৪ সেকেন্ড।