
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৪:১২ পিএম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:৪৯ এএম

ছবি: সংগৃহীত
রাশমুস হজুল্যান্ডের কাছে দিনটি বোধহয় সব পাওয়ার। যাকে আদর্শ মানেন সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে একই মাঠে খেলছেন। বল কাড়াকাড়ি করেছেন। গোলও পেয়েছেন। এখানেই থেমে নেই। সিআর সেভেনের মন খারাপের দিনেও উন্মত্ত উল্লাসে আকাশে দুহাত ছাপিয়ে দুপ করে নেমে সেরেছেন ‘সিউউ’ উদযাপন।
অথচ দিনটি মোটেও ভালো যায়নি রোনাল্ডোর। নেশন্স লিগের শেষ চারে ওঠার পথ কঠিন হয়ে গেছে পর্তুগালের। ডেনমার্কের কাছে প্রথম দেখায় হার রুখতে পারেনি পর্তগিজরা। হজুল্যান্ডের সেই একমাত্র গোলেই পিছিয়ে পড়েছে রোনাল্ডোরা।
প্রতিপক্ষের মাঠে রোনাল্ডোরা খাপছাড়া ছিলেন। বল দখলে খানিকটা এগিয়ে থাকলেও বাকি বিভাগে দাপট দেখিয়েছে ডেনিশরা। ক্রিশ্চিয়ান এরিকসেন পেনাল্টি মিস না করলে হয়ত ব্যবধানও বাড়ত। এমন দিনেই সিউ উদযাপনের মতো কাণ্ড করেছেন হজুল্যান্ড।
কোয়ার্টার ফাইনালের ৭৮ মিনিটের খেলা চলছিল তখন। খেলা গোলশূন্য। এসময় জালের দেখা পেয়ে যান ইউনাইটেডের হয়ে খেলা হজুল্যান্ড। গোল করার পর শূন্যে লাফিয়ে ‘সিউ’ শব্দ করে উদযাপন করেন। বৃহস্পতিবার রাতে হয়ত এই বিষয়টি ভালো লাগেনি রোনাল্ডোর। ডেনমার্ক স্ট্রাইকার বেঞ্চ থেকে উঠে এসে একমাত্র গোল করেছেন, যাতে রোনালদোর পর্তুগাল হেরে গেছে।
১-০ গোলে জয়ের পর হজুল্যান্ডের কাছে জানতে চাওয়া হয়েছিল, ঠিক কি কারণে তিনি রোনাল্ডোকে অনুসরণ করেছেন? ডেনিশ তারকা শুনিয়েছেন রোনাল্ডো বন্দনা। তার মতে, বিতর্কের জন্য নয়, ভালোবাসা থেকেই এমন উদযাপন।
হজুল্যান্ড হতে চান সিআর সেভেনের মতো একজন, ‘ক্রিশ্চিয়ানো আমার কাছে সবকিছু। ফুটবলকে ভালোবাসার পেছনের কারণ রোনাল্ডো। তার কারণেই (ম্যানচেস্টার) ইউনাইটেডের ভক্ত হয়েছি। রোনল্ডোর কারণেই একাকী অনুশীলন করতে শুরু করেছি। পুশ আপ নিচ্ছি, সিট-আপস দিচ্ছি। এসব কিছুর কারণ আমি ক্রিশ্চিয়ানো হতে চাই।’
আগামী রবিবার লিসবনে দ্বিতীয় লেগের খেলা। পিছিয়ে থেকে ডেনিশদের মুখোমুখি হবে পর্তুগাল। জিততে হবে কমপক্ষে ২ গোলের ব্যবধানে। বিজয়ী দল সেমিফাইনালে ইতালি কিংবা জার্মানির মুখোমুখি হবেন।