
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৪:১২ পিএম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:০৪ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আইসিসির থেকে ২০ কোটি টাকা পুরস্কারমূল্য হিসাবে পেয়েছে ভারত। তার প্রায় তিনগুণ টাকা রোহিত ব্রিগেড পাচ্ছে বোর্ডের থেকে। বৃহস্পতিবার বিসিসিআই সভাপতি রজার বিনি জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলকে ৫৮ কোটি রূপি দেওয়া হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকার ওপরে।
চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন দলের জন্য আইসিসির প্রাইজমানি ছিল ২২ লাখ ৪০ হাজার ডলার, যা ১৯ কোটি রুপির আশেপাশে। এছাড়া গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্য ছিল ৩৪ হাজার ডলার করে। সবমিলিয়ে প্রায় ২০ কোটি টাকা নিয়ে দেশে ফিরেছিল রোহিত শর্মারা। এবার পেল চোখধাঁধানো পুরস্কার। বোর্ড বলেছে, সবাই মিলে পরিশ্রম করে যে অসাধ্যসাধন করেছে তার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার।
সভাপতি রজার বিনি বলেছেন, ‘টানা দুইটি আইসিসি ট্রফি জেতা আলাদা কৃতিত্ব। বিশ্বমঞ্চে ভারতীয় ক্রিকেটারদের দায়বদ্ধতা এবং পরিশ্রমের কথা মাথায় রেখে এই পুরস্কার দেওয়া হচ্ছে। প্রত্যেকে কঠোর পরিশ্রম করেছে। ২০২৫-এ এটা আমাদের দ্বিতীয় আইসিসি পুরস্কার। এর আগে অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ জিতেছি আমরা।’
বোর্ড সভাপতি জানিয়েছেন, এই টাকা ভাগ করে দেওয়া হবে ক্রিকেটার, কোচিং স্টাফ এবং নির্বাচক কমিটির সদস্যদের মধ্যে।