Logo
Logo
×

খেলা

প্রথমবারের মতো অনুশীলনে হামজা, দেখতে লাগল টিকিট

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৯:২৮ পিএম

প্রথমবারের মতো অনুশীলনে হামজা, দেখতে লাগল টিকিট

আজ এক ব্যস্ত দিনই কাটল হামজা চৌধুরীর। সকাল থেকে দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব, ব্রিটিশ হাইকমিশন ডেলিগেটের সঙ্গে সাক্ষাৎ, সংবাদ সম্মেলন, ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করা… কত কী যে করতে হয়েছে তাকে! 

তার শেষ ভাগে এসে তিনি নেমে পড়েছেন আসল কাজে। যার জন্য বাংলাদেশে আসা, সে ফুটবলের মাঠে নেমে পড়েছেন তিনি। বাংলাদেশের জার্সি গায়ে চড়িয়ে প্রথমবারের মতো নেমে পড়েছেন অনুশীলনে।

আজ সন্ধ্যায় কিংস অ্যারেনায় গোটা দলের সঙ্গে অনুশীলন করেছেন হামজা। সে অনুশীলন দেখতে জনতার আগ্রহও ছিল আকাশছোঁয়া। বাংলাদেশের ফুটবলে দলের অনুশীলন দেখতে টিকিটের চল ছিল না এতদিন। হামজার আগমনে সে ‘প্রথম’ এর দেখাও মিলেছে। দর্শকদের জন্য টিকিটের ব্যবস্থা করেছিল বাফুফে। 

অধিভুক্ত বিভিন্ন ক্লাব ও ফেডারেশনকে টিকিট দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টিকিট ছাড়া আজকের এই অনুশীলন সেশনে কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। এটা তো গেল ক্লাব, ফেডারেশন আর গণমাধ্যম কর্মীদের কথা, আজকের অনুশীলন দেখতে সাধারণ দর্শকদের জন্যও টিকিটের ব্যবস্থা ছিল।

তবে এত কাঠখড় পুড়িয়ে অনুশীলন দেখা গেছে স্রেফ ১৫ মিনিট। অনুশীলন অবশ্য চলেছে ঘণ্টাখানেকের মতো। এই সময়ে বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন হামজা। দলের সঙ্গে মিলে রানিং, স্ট্রেচিংসহ বিভিন্ন ফিটনেস ও স্কিলের কাজ করতে দেখা যায় তাকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম