Logo
Logo
×

খেলা

বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, তদন্ত এগোল কত দূর?

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:১১ পিএম

বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, তদন্ত এগোল কত দূর?

সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচের দিকে উঠেছে ফিক্সিংয়ের অভিযোগ। যার টুর্নামেন্ট তো বটেই, দেশের ক্রিকেটের ভাবমূর্তিও বেশ করে ক্ষতিগ্রস্থ হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটি দুর্নীতি ও নৈতিকতা লঙ্ঘনের বিষয়ে তদন্তে সহায়তা করবে। তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন সাবেক আপিল বিভাগের বিচারপতি মির্জা হুসেইন হায়দার। তার সঙ্গে রয়েছেন বিসিবির সাবেক গেম ডেভেলপমেন্ট প্রধান শাকিল কাসেম এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. খালেদ এইচ. চৌধুরী।

তদন্ত কমিটির সদস্যরা বিপিএলের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যক্তির সাক্ষাৎকার নিচ্ছেন। ড. খালেদ এইচ চৌধুরী একটি পত্রিকাকে জানিয়েছেন, ‘এটি একটি বিশাল কাজ, এবং আমরা অনেক মানুষের সাক্ষাৎকার নিচ্ছি, তবে আমাদের কিছু সময় লাগবে। এ ধরনের স্বাধীন কমিটি খুব কমই গঠন করা হয়, এবং আমরা অর্থবহ কিছু করার চেষ্টা করছি। আপনারা বিসিবির কাছ থেকে শীঘ্রই একটি আপডেট পাবেন।’

বিসিবির দুর্নীতি বিরোধী ইউনিট (আকু) অজ্ঞাত সূত্র ও গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে আটটি ম্যাচকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে। এছাড়াও, ১০ জন খেলোয়াড় এবং চারটি ফ্র্যাঞ্চাইজির কার্যক্রম নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তদন্তাধীন ১০ জন খেলোয়াড়ের মধ্যে ছয়জন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন, দুইজনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি এবং দুইজন বিদেশি খেলোয়াড়।

ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস সর্বাধিক ১২টি সতর্কবার্তা পেয়েছে। সিলেট স্ট্রাইকার্স ছয়টি এবং চিটাগং কিংস দুটি সতর্কবার্তা পেয়েছে।

বিপিএল ফিক্সিং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম