
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৪:১২ পিএম
‘রোনাল্ডো পর্তুগালের প্রেসিডেন্টও হয়ে যেতে পারেন’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৯:১০ পিএম
-67d98ced3455c.jpg)
আরও পড়ুন
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জনপ্রিয়তা পর্তুগালে আকাশছোঁয়া। এতটাই যে সেখানে যদি নির্বাচনে দাঁড়ান তিনি, তাহলে দেশটির প্রেসিডেন্টও হয়ে যেতে পারেন তিনি। তার এক উত্তরসূরি সম্প্রতি এমনটাই মন্তব্য করে বসেছেন।
পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনাল্ডো পর্তুগালের একজন জাতীয় নায়ক। বিশ্ব মঞ্চে তিনি তার দেশের নাম উজ্জ্বল করেছেন। ৪০ বছর বয়সেও তিনি দুর্দান্ত খেলছেন এবং এখনো ফুটবল জগতে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন। দেশটির ইতিহাসের প্রথম ইউরো শিরোপা ও উয়েফা নেশন্স লিগ জেতা দলের অধিনায়ক তিনি।
রোনাল্ডোর ক্যারিয়ার দুই দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত। এই সময়ে তিনি অসংখ্য রেকর্ড ও শিরোপা জিতেছেন। তিনি স্পোর্টিং, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের হয়ে খেলেছেন। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের আল-নাসরের হয়ে মাঠ কাঁপাচ্ছেন।
স্পোর্টিং ক্রিশ্চিয়ানোর জন্য গর্বিত। তবে তিনি শুধু এখানেই পার্থক্য গড়ে দেন না, পুরো দেশেই তার বিশাল প্রভাব রয়েছে। আমি যা ভেবেছিলাম তার চেয়েও বেশি। যদি তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়ান, আমি মনে করি তিনি জিতবেন।
- কনরাড হার্ডার, ফুটবলার, স্পোর্টিং লিসবন
তবে ক্যারিয়ারের এ সময়ে এসেও পর্তুগালে তার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। যার ফলে তার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এমনটাই মনে করেন পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনে খেলা তরুণ প্রতিভা কনরাড হার্ডার। আসছে উইন্ডোয় ডেনমার্কের হয়ে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে রোনাল্ডোর বিপক্ষে খেলতে যাচ্ছেন তিনি।

তার আগেই তিনি বললেন, ‘স্পোর্টিং ক্রিশ্চিয়ানোর জন্য গর্বিত। তবে তিনি শুধু এখানেই পার্থক্য গড়ে দেন না, পুরো দেশেই তার বিশাল প্রভাব রয়েছে। আমি যা ভেবেছিলাম তার চেয়েও বেশি। যদি তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়ান, আমি মনে করি তিনি জিতবেন।’
এখনও পর্যন্ত রোনাল্ডো রাজনীতিতে আসার কোনো ইঙ্গিত দেননি। তবে অনেকেই মনে করেন, অবসরের পর তিনি কোনো ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট হতে পারেন। মাঠের বাইরে থেকেও তিনি ফুটবলে অনেক কিছু যোগ করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।