এক বছরেরও বেশি সময় পর সেঞ্চুরির দেখা পেলেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৬:৫৯ পিএম
-67d96e2605fba.jpg)
দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন তিনি। তার দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে আবাহনী ৪ উইকেটে জয় পায়।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে রূপগঞ্জ। ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২৯২ রান। ২৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় আবাহনী। পারভেজ হোসেন ইমন শূন্য রানে আউট হন। এরপর শান্ত ও জিসান আলম মিলে ১০৭ রানের জুটি গড়েন। জিসান ৪৬ বলে ৪৩ রান করে আউট হলে তাদের জুটি ভাঙে।
পরবর্তীতে মিঠুনের সঙ্গে শান্ত আরও ৫০ রান যোগ করেন। মিঠুন ৩৭ বলে ৩৪ রান করে আউট হলেও শান্ত সেঞ্চুরি তুলে নেন। ৩৫তম ওভারে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে পরের বলেই শেখ মেহেদীর বলে আউট হন তিনি।
নাজমুল হোসেন শান্ত শেষবার সেঞ্চুরি করেছিলেন গেল বছর ১৩ মার্চ। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ১২২ রান করেছিলেন। দীর্ঘ ৩৭০ দিন পর তিনি আবারও লিস্ট এ ক্রিকেটে তিন অঙ্কের ঘরে পৌঁছান।
শান্তর বিদায়ের পর মুমিনুল হক ৩২ বলে অপরাজিত ৩৫ রান এবং মাহফিজুর রহমান রাব্বি ২৫ বলে ৩১ রান করেন। তাদের দৃঢ়তায় আবাহনী ৪৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
দিনের শুরুতে রূপগঞ্জের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন সাইফ হাসান। মাহমুদুল হাসান জয় করেন ৫৮ রান, সৌম্য সরকার ৩১ বলে ২৭ এবং জাকের আলী অনিক ৩৫ বলে ৩৫ রান করেন।
বোলিংয়ে রূপগঞ্জের শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম ২টি করে উইকেট নেন। সাইফ হাসান ও আফিফ হোসেন ধ্রুব নেন ১টি করে উইকেট।