
ফাহামিদুল ইসলাম (ডান থেকে দ্বিতীয়)/বাফুফে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, ইতালিতে খেলা বাংলাদেশি ফুটবলার ফাহামিদুল ইসলামকে জাতীয় দলের ক্যাম্প থেকে দেশে পাঠানো হয়েছে। কোচের মতে, এই তরুণ খেলোয়াড়কে আরও সময় দিতে হবে, কারণ বর্তমানে দলে আরও উপযুক্ত খেলোয়াড় আছে।
কাবরেরা বলেন, ‘ফাহামিদুল আমাদের সঙ্গে ঢাকা আসেনি। সে এক সপ্তাহ সৌদি আরবে আমাদের সঙ্গে ছিল। সে ভালো করেছে। সে একজন মেধাবী খেলোয়াড়। কিন্তু এখনো তাকে একটু সময় দিতে হবে। তাই সে আমাদের সঙ্গে আসেনি। তবে সে ভালো কাজ করেছে।’
আজ সকালে সৌদি আরব থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপে কোচ এসব কথা বলেন।
কোচ আরও বলেন, ‘না, সে আজ আমাদের সঙ্গে আসেনি। সে ইতালিতে ফিরে গেছে, তবে আবারও বলছি, সে ভালো কাজ করেছে। আমাদের জন্য তাকে পাওয়া ভালো একটা ব্যাপার ছিল। দলের সবার সঙ্গে তার দেখা হয়েছে, যা তার জন্যও ভালো হয়েছে। তবে এখন দলে আরও প্রস্তুত খেলোয়াড় রয়েছে। সে খুবই তরুণ, তাই তাকে আরও সময় দিতে হবে।’
ফাহামিদুল ছিলেন ৩৮ সদস্যের প্রাথমিক দলে দারুণ এক সংযোজন ছিলেন। আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ২৫ মার্চ শিলংয়ে অনুষ্ঠেয় ম্যাচের জন্য তাকে দলে রাখা হয়েছিল। জানা গেছে, কোচ কাবরেরার বিশেষ আগ্রহেই তাকে দলে ডাকা হয়েছিল।
১৮ বছর বয়সী ফাহামিদুল ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিও ১৯০৫-এর খেলোয়াড়। তিনি ১০ মার্চ সৌদি আরবে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন এবং দলের সঙ্গে অনুশীলন করেন। তবে ক্যাম্পের পর কোচ তাকে ইতালিতে ফেরত পাঠান। জাতীয় দলের ম্যানেজার আমের খান ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে ফাহামিদুলকে যুব দলে ডাকা হতে পারে।