Logo
Logo
×

খেলা

ভালোবেসে ব্রিটিশ নাগরিক অলিভিয়া ফাউন্টেনকে বিয়ে করেন হামজা চৌধুরী

হামজার প্রণয় ও পরিণয়

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০১:১৮ পিএম

হামজার প্রণয় ও পরিণয়

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফুটবলে নতুন ফুল ফুটেছে। লাল-সবুজের জার্সিতে খেলতে দেশে ফিরেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। সব ঠিক থাকলে এ মাসে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হবে এই তারকা ফুটবলারের।

সোমবার দুপুর পৌনে ১২টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন হামজা। তাকে বরণ করে নিতে সকাল থেকে বিমানবন্দর এলাকায় উপচেপড়া ভিড় ছিল। স্মরণীয় এ সফরে তার সঙ্গী হয়েছেন মা, স্ত্রী ও সন্তানরা।

হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তার পরিবার বাংলাদেশি। তার জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির মিডফিল্ডার হামজা ধারে বর্তমানে খেলছেন শেফিল্ড ইউনাটেডে। ভালোবেসে ব্রিটিশ নাগরিক অলিভিয়া ফাউন্টেনকে বিয়ে করেন হামজা চৌধুরী। ইংল্যান্ডে জন্ম অলিভিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কিছু জানা যায়নি।

ব্রিটেনের গণমাধ্যমের তথ্য মতে, হামজাপত্নী বিয়ের পর নিজেকে অলিভিয়া চৌধুরী হিসাবে পরিচয় দেন। সোশ্যাল মিডিয়ায়ও এই নামে পরিচিত তিনি। শোনা যায়, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ২০১৬ সাল থেকে হামজার সঙ্গে প্রণয়ে জড়ানো অলিভিয়া। সেসময় ফুটবলাঙ্গনে তেমন পরিচিত ছিলেন না হামজা।

পারিবারিক সূত্রে জানা যায়, দুজনের প্রণয়ের ব্যাপারে জানার পর তাদের বিয়ের ব্যবস্থা করেন হামজার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী। অলিভিয়া পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। লেস্টার শহরে পেশাগত কাজে ব্যস্ত থাকেন বেশিরভাগ সময়। কিশোর বয়সে ছবি আঁকার প্রতি ঝোঁক ছিল।

হামজা-অলিভিয়া দম্পতির তিন সন্তান। এক কন্যা দুই পুত্র। কন্যা দেওয়ান এনায়া হুসাইন চৌধুরী এবং দুই ছেলে দেওয়ান ঈসা হুসাইন চৌধুরী ও দেওয়ান ইউনুস হুসাইন চৌধুরী।

জানা গেছে, নবীদের নামের সঙ্গে মিল রেখে সন্তানদের নাম রেখেছেন হামজা নিজে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম