Logo
Logo
×

খেলা

পাঁচ ম্যাচের সিরিজ ২-০

পাকিস্তানকে ফের মাটিতে নামাল নিউজিল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১১:৩৬ এএম

পাকিস্তানকে ফের মাটিতে নামাল নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

বৃষ্টি দিয়েছিল বাগড়া। নির্ধারিত সময়ে হয়নি টস। খেলার পরিধিও আসে কমে। কুড়ি কুড়ির লড়াই ১৫ ওভারে নামলেও ভাগ্য পরিবর্তন হয়নি পাকিস্তানের। ব্যাটে লড়েছিল সফরকারীরা। তবে তারুণ্যে ঠাসা নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায়নি। তাতেই এসেছে আরেকটি হার।

ডানেডিনের সকালেই বৃষ্টি হয়। মাঠে পানি জমে যায়। সেই পানি সরাতেই দেরি। খেলা কমে ৫ ওভার। ১৫ ওভারের ম্যাচে ৯ উইকেট হারিয়ে বসে ধুঁকতে থাকা পাকিস্তান। রান তোলে ১৩৫ রান। জবাবে ৫ উইকেট ও ১১ বল হাতে রেখেই টপকে যায় কিউইরা।

পাঁচ ম্যাচের সিরিজে এটি কিউইদের টানা দুই জয়। সিরিজ বাঁচাতে বাকি তিন ম্যাচের সবকটি জিততে হবে পাকিস্তানকে।

মঙ্গলবারও ব্যাটিং ব্যর্থতায় পড়ে পাকিস্তান। ওপেনিংয়ে হাসান নেওয়াজ মারেন ডাক। মোহাম্মদ হারিস থামেন ১১ রান করে। শুরুর ধাক্কা জারি থাকে শেষ অবধি। মাঝে দলকে পথ দেখান অধিনায়ক সালমান আগা।

পাকিস্তানের অধিনায়কের ব্যাটে আসে ২৮ বলে ৪৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন সাদাব খান। ১৪ বলে ২৬ রান তোলেন এই অলরাউন্ডার। শেষদিকে পেসার শাহিন শাহ আফ্রিদি খেলেন ১৪ বলে ২২ রানের ক্যামিও তাতেই ১৩৫ অবধি যায় পাকিস্তান।

জবাবে শাহিন শুরু করেন দুর্দান্ত। মেডেন ওভার দেন। কিন্তু পরের দুই ওভারে সাত ছক্কা খায় পাকিস্তানের দুই পেসার। টিম সেইফার্টের ২২ বলের তাণ্ডবের সঙ্গে ফিন অ্যালেন যোগ দেন ১৬ বলে ৩৮ করে। পাকিস্তান ম্যাচ হেরে বসে ওখানেই। সেইফার্ট থামেন ৪৫ রানে। মাঝে মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল ও জিমি নিশাম ব্যর্থ হন। তবে মিচেল হে আর মিচেল ব্রাসওয়েল জিতিয়ে ফেরেন। ১৬ বলের ২১ রানের তাণ্ডব খেলেন হে। অধিনায়ক ব্রেসওয়েল করেন ৫ রান। তাতেই আসে কিউইদের সহজ জয়।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সিরিজ রক্ষার তৃতীয় ম্যাচটি বসবে অকল্যান্ডে, ২১ মার্চ। পরের দুটি ২৩ ও ২৬ মার্চ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম