-678a0fb14c33f-67d8f67705442.jpg)
ছবি: সংগৃহীত
লাল বলের ক্রিকেটে রোহিত শর্মার শেষ দেখে ফেলেছিলেন অনেকে। সেই তালিকায় নিজেকে রাখতে চান না সৌরভ গাঙ্গুলি। তবে ভারতের সাবেক অধিনায়ক কিছু টোটকা দিয়েছেন। রোহিতকে কিছু পরামর্শ দিয়েছেন। এরমাঝে অন্যতম—‘সময় থাকতে শুধরে নাও।’
শেষ কয়েকটি বছর ধুঁকছে রোহিত। অধিনায়ক হিসেবে ইমপ্যাক্ট রাখতে পারছেন না। ব্যাটিংয়ের অবস্থা এতটাই নাজুক হয়েছিল যে দল থেকে সেচ্ছ্বায় সরে দাঁড়িয়েছিলেন। মাসদুয়েক পর ভারতে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ওই সিরিজে রোহিতকে আরেকবার প্রমাণ করতে হবে বলে মনে করেন সৌরভ। নিজেকে দীর্ঘ ফরম্যাটে টিকিয়ে রাখতে অবশ্যই পথ খুঁজে পেতে হবে রোহিতকে।
রেভস্পোর্টজকে সৌরভ বলেছেন, ‘গত ৪-৫ বছর ধরে লাল বলের ক্রিকেটে ওর ফর্ম সত্যি অবাকই করছে। রোহিতের মতো দক্ষ খেলোয়াড়ের আরও ভালো পারফর্ম করা উচিত ছিল। এটা নিয়ে ওর ভাবা উচিত। কারণ ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার মতোই কঠিন হতে চলেছে। সেখানেও বল সিম ও সুইং হবে। ভারতীয় দলের দৃষ্টিকোণ থেকে, রোহিতের পক্ষে টেস্টে ভালো পারফর্ম করা গুরুত্বপূর্ণ।’
রোহিত মোটাদাগে ব্যর্থ হয়েছেন। ৩, ৬, ১০, ৩ ও ৯—সংখ্যাগুলো ফোনের ডায়াল নম্বর নয়। এসব টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার সবশেষ পাঁচটি ইনিংস। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এক অঙ্কে পৌঁছে গিয়েছিল ভারতের অধিনায়কের ব্যাটিং গড়। বাদ পড়তে পারেন বুঝে, আগে থেকেই তাই বিশ্রাম নিয়েছিলেন।
তবে রোহিতকে ‘সময় থাকতে ভাবতে বলা’ সৌরভ স্তুতিও গেয়েছেন, ‘নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। সব সময়ে বলেছি যে, রোহিত একজন দুর্দান্ত অধিনায়ক। ও যখন ভারতের অধিনায়ক হয়, তখন আমি এটি অনুভব করেছি। ওকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করতে দেখেছি। নিজেও অনেক ম্যাচে অধিনায়কত্ব করেছি। তাই আমি একজন ভালো অধিনায়কের গুণাবলী ওর মধ্যে দেখতে পেয়েছি।’
চ্যাম্পিয়ন্স ট্রফির সফল মিশনের পর রোহিতরা আছেন ছুটির আমেজে। কদিন পরই শুরু হবে আইপিএল ব্যস্ততা। এরপর ঘরের মাটিতে ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজ। রোহিত হয়ত ওই সিরিজে থাকছেন।