হামজাকে নিয়ে সাবেকদের মত
‘এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশের ফুটবল’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৯:৩৩ এএম

ছবি: বাফুফে
অপেক্ষা শেষে সোমবার সিলেটে এলেন হামজা চৌধুরী। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে তার যুক্ত হওয়া আশার সঞ্চার করেছে দেশের ফুটবলমহলে। সাবেক ফুটবলাররাও মানছেন, ইংলিশ ফুটবলের সর্বোচ্চ স্তরে খেলা হামজার জাতীয় দলভুক্ত হওয়া বাংলাদেশের ফুটবলের জন্য এক বিরাট প্রাপ্তি—
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হাজমা চৌধুরীর যোগ দেওয়া আমাদের জন্য বিরাট প্রাপ্তি। ইংলিশ লিগে খেলা এই ছেলেটিকে পেয়ে আমাদের দল উজ্জীবিত হবে। যেখানে থেমে ছিল দেশের ফুটবল, সেখান থেকে বেরিয়ে আসবে। হয়তো এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে জয়ও পেতে পারি।
শেখ মো. আসলাম,
সাবেক তারকা ফুটবলার
হামজা ইংল্যান্ডে ফুটবল খেলে। ওখানেই তার জন্ম, বেড়ে ওঠা। হামজার মতো দু-চারজন ফুটবলার জাতীয় দলে যোগ দিলে দেশের ফুটবলে উন্নতি হলেও হতে পারে। তবে সামগ্রিক অর্থে দেশের ফুটবলের কী হবে, তা প্রশ্নবিদ্ধ। কারণ দেশের ফুটবলের পরিকাঠামো এখনো ঠিক হয়নি। ইতোমধ্যে যা করে ফেলেছে নেপাল, ভারত, ভুটান। এবার এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে অপেক্ষাকৃত দুর্বল গ্রুপে পড়েছে বাংলাদেশ। হামজার মতো ফুটবলার দলে আসায় যদি বাংলাদেশ কোয়ালিফাই করে, তাহলে সবচেয়ে সুখী ব্যক্তি হব আমি।
হাসানুজ্জামান খান বাবলু
জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় ও কোচ
আমি মনে করি, হামজা চৌধুরীর মতো বিশ্বমানের একজন খেলোয়াড়ের বাংলাদেশ দলে যোগ দেওয়া আমাদর জন্য অনেক বড় প্রাপ্তি। তার যোগদান আমাদের খেলোয়াড়দের মধ্যে যারা নতুন, তারা আস্থা ফিরে পাবে, উৎসাহ পাবে, শিখবে। এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশের ফুটবল। প্রত্যাশা করছি, পৃথিবীর বিভিন্ন দেশের ফুটবল টুর্নামেন্টে খেলা প্রবাসী ফুটবলারদের এনে যদি বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত করা যায়, তাহলে ফের ফুটবলের সোনালি যুগে আমরা প্রবেশ করতে পারব।
আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু
সাবেক জাতীয় তারকা ফুটবলার
একজন ভালো খেলোয়াড় থাকলে দলের মান বাড়ে। নিঃসন্দেহে হামজা চৌধুরী একজন উঁচুমানের ফুটবলার। লাল-সবুজের জার্সিতে খেলতে বাংলাদেশে আসায় আমার পক্ষ থেকে তাকে অভিনন্দন। ইংলিশ লিগে খেলা এই ফুটবলার জাতীয় দলে খেললে দলের মনোবল বাড়বে। স্থানীয় ফুটবলারদের খেলার মানও বাড়বে। আমরা যখন এমেকা, করিম মোহাম্মদ ও সামির শাকিরদের সঙ্গে খেলতাম, তখন তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। হাজমা অভিজ্ঞ খেলোয়াড়। তার গাইডলাইনে আশা করি দল ভালো খেলবে।
কায়সার হামিদ, সাবেক
তারকা ফুটবলার