
ছবি: সংগৃহীত
মোহাম্মদ শামির রোজা না রাখা নিয়ে কত কাণ্ড! চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে কথার বাণে পড়েছিলেন। সেই নিয়ে দুঃখ প্রকাশও করতে হয়েছিল। এবার ভারতের তারকা পেসার জড়িয়েছেন আরেক বিতর্কে। রেশ এতটাই যে শামিকে অপরাধী বলে বসেছেন অনেকে।
সেই অনেকের মাঝে অন্যতম অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট মাওলানা শাহাবুদ্দিন রাজভি। শামির মেয়ের হলি খেলার বিষয়টি মানতে পারছেন না তিনি। ওই কাণ্ডের জন্য শামি ও তার পরিবারকে দুষছেন রাজভি।
হলি উৎসবে মেয়ের রঙমাখা ছবি প্রকাশ করে শামির স্ত্রী হাসিন জাহান। এরপরই পক্ষে-বিপক্ষে আলোচনা। কারও মতে, হলি উৎসবের নামে মেয়েদের হেনস্থা করা হয়। বিষয়টি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। শাহাবুদ্দিন রাজভি জানিয়েছেন, জেনেবুঝে রঙ খেলা অন্যায়।
মুসলিম জামাতের প্রধান বলেছেন, ‘ও বাচ্চা মেয়ে। যদি না বুঝে হোলি খেলে, তা হলে সেটা দোষ নয়। যদি বুঝে হোলি খেলে, তা হলে সেটা শরিয়তের বিরুদ্ধে। শামি ও তার পরিবারের সদস্যদের কাছে আবেদন করছি। শরিয়তে যেটা নেই, সেটা আপনার সন্তানকে করতে দেবেন না। হোলি হিন্দুদের কাছে বড় উৎসব কিন্তু মুসলিমদের হোলি এড়িয়ে চলা উচিত।’
চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচের মাঝে শামিকে পানি খেতে দেখা গিয়েছিল। রোজা না রাখার কারণে তখন সমালোচিত হতে হয়েছিল শামিকে। জামাতর প্রধান এই বিষয়টিকে শরিয়ত বিরোধী মনে করছেন, ‘শরিয়তের চোখে শামি দোষি। শামির এ সব জিনিস এড়িয়ে চলা উচিত। এটা মুসলিমদের দায়িত্ব হচ্ছে শরিয়ত আইন মেনে চলা।’
ব্যক্তি শামির সমালোচনা করলেও ভারত দলকে শুভেচ্ছা জানিয়েছেন রাজভি। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য পুরো দলকে জানিয়েছেন অভিনন্দন।