Logo
Logo
×

খেলা

ব্যর্থ ব্যাটাররা, শেহজাদ ক্ষোভ ঝাড়লেন বোলারদের ওপর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:৪২ পিএম

ব্যর্থ ব্যাটাররা, শেহজাদ ক্ষোভ ঝাড়লেন বোলারদের ওপর

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর নিউজিল্যান্ড সফরে গিয়েও সুবিধা করতে পারেনি পাকিস্তান। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাজেভাবে হেরেছে সালমান আগার দল। পাকিস্তানকে ৯১ রানে অলআউট করে দিয়ে ১০.১ ওভারেই ৯ উইকেটের দাপুটে জয় তুলেছে কিউইরা।

পাকিস্তানের হারের কারণ হিসেবে দেখা হচ্ছে ব্যাটিং ব্যর্থতাকে। তবে দেশটির ক্রিকেটার আহমেদ শেহজাদের মতে, বোলারদেরও দায় আছে এই হারের পেছনে। যে কারণে তিনি ক্ষোভ ঝেড়েছেন বোলারদের ওপর।

শেহজাদ বলেন, ‘আমরা আউট হয়ে গেলাম, কিন্তু আমরা কত উইকেট নিলাম? আমাদের সিনিয়র, অভিজ্ঞ বোলিং আক্রমণ - তারা কী করে দেখিয়েছে? ডানহাতি বা বামহাতি, তাদের কাউকে কোন ধরণের আক্রমণাত্মক বোলিং করতে দেখেছেন?’

অলরাউন্ডার শাদাব খানের ফেরা নিয়েও প্রশ্ন তুলেছেন শেহজাদ। বলেন, ‘আপনি শাদাবের কথা বলছেন - আমাকে বলুন, তিনি কী পারফর্ম করেছেন? কে তাকে দলে এনেছে? এই সিরিজটি আগে শেষ হোক। শাদাবকে নিয়ে পিসিবির একটি ভিন্ন পরিকল্পনা রয়েছে এবং তাকে ভিন্ন উদ্দেশ্যে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

শাদাবকে নিয়ে পিসিবির ভিন্ন সেই পরিকল্পনাটা কী? তাকে কি পাকিস্তানের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে ভাবছে বোর্ড। শাদাব টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিতে পারে কিনা জানতে চাইলে শেহজাদ এক কথায় জানান ‘হ্যাঁ’।

৩৩ বছর বয়সি এই ব্যাটসম্যান পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ) এর বর্তমান অবস্থারও সমালোচনা করেছেন। এক্ষেত্রে বর্তমান এনসিএ পরিচালক নাদিম খানের খেলোয়াড় উন্নয়নে ভূমিকা এবং জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

শেহজাদ বলেন, ‘কোন দায়িত্ব বা জবাবদিহিতা আছে কি? তাদের পাকিস্তানের জন্য খেলোয়াড় তৈরি করার কথা। আপনি খেলোয়াড়দের ওপর সবকিছু চাপিয়ে দিতে পারেন না। নাদিম খান এনসিএতে কী তৈরি করেছেন? কেন কেউ তাকে জিজ্ঞাসাবাদ করছে না? এনসিএ এত বড় একটি প্রতিষ্ঠান—তারা কোন খেলোয়াড় তৈরি করেছে? তাকে সেখানে কী ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল এবং কে তাকে দায়িত্বে রেখেছিল? ওর কী যোগ্যতা ছিল যে তাকে এই পদ দেওয়া হলো?’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম