Logo
Logo
×

খেলা

পেলে-মারাদোনার বিশ্বকাপ জয়ের স্মৃতিবিজড়িত স্টেডিয়ামের নাম পরিবর্তন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৪:৪০ পিএম

পেলে-মারাদোনার বিশ্বকাপ জয়ের স্মৃতিবিজড়িত স্টেডিয়ামের নাম পরিবর্তন

ছবি: সংগৃহীত

মেক্সিকোর আজতেকা স্টেডিয়াম। ফুটবল ভক্তদের স্মৃতির মণিকোঠায় ঠাঁই পাওয়া এক স্টেডিয়াম। এই মাঠে দুটি বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়। এর একটিতে পেলে এবং অপরটিতে বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিলেন দিয়েগো মারাদোনা। এই দুই কিংবদন্তির স্মৃতিবিজড়িত স্টেডিয়ামের নাম বদলে গেছে। মেক্সিকোর অন্যতম প্রভাবশালী ব্যাংক বানোর্তের নামে স্টেডিয়ামের নতুন নতুন নামকরণ—বানোর্ত স্টেডিয়াম।

জানা গেছে, আজতেকা স্টেডিয়ামের মালিকানা মেক্সিকোর ওলামানি গ্রুপের। তারা বানোর্ত ব্যাংকের কাছ থেকে ১০৫ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ নিয়েছে, যা ১২ বছরে পরিশোধযোগ্য। সেই ঋণচুক্তির শর্ত হিসেবেই মাঠের নাম হবে ব্যাংকটির নামে।

ওলামানি গ্রুপের মালিক আজকারাগা জিন বলেন, ‘বানোর্তের সঙ্গে আমরা এই ঐতিহাসিক স্টেডিয়ামকে আধুনিকায়ন করব। আর সেটা হবে স্টেডিয়ামটির মৌলিক বৈশিষ্ট্য এবং দীর্ঘদিনের স্বীকৃত স্থাপত্যশৈলী সংরক্ষণ করেই। বিশ্বদরবারে মেক্সিকোকে এটি উপস্থাপনের গুরুত্বপূর্ণ ভেন্যু হয়ে উঠবে।’

৮৭ হাজার ৫০০ আসনবিশিষ্ট এই স্টেডিয়াম ঘিরে ফুটবল ভক্তদের কতশত স্মৃতি। এ মাঠেই পেলে ১৯৭০ বিশ্বকাপ ফাইনালে ইতালির বিপক্ষে জাদুকরি পারফরম্যান্স দেখিয়েছিলেন। তার এক গোল আর দুই অ্যাসিস্টে সে ম্যাচে ইতালিকে ৪-১ গোলে উড়িয়ে শিরোপা উৎসব করে ব্রাজিল।

আর আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের কাছে আজতেকা তো আরও কাছের। মারাদোনার ‘হ্যান্ড অব গড’ গোল কিংবা ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হয়েছিল মেক্সিকোর এ মাঠেই। ১৯৮৬ বিশ্বকাপ ফাইনালে এই মাঠেই পশ্চিম জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

সংস্কারের জন্য ২০২৩ সালের মে মাস থেকে বন্ধ আছে আজতেকা স্টেডিয়াম। চলতি বছর শেষের আগে এই সংস্কারকাজ শেষ হবে বলে জানিয়েছেন আজকারাগা। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ এবং শেষ ১৬-র দুটিসহ পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম