
ফাইল ছবি
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি ভারত। তাদের টপকে ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ডে অনুষ্ঠেয় এই মেগা ফাইনালে ভারতের অনুপস্থিতির কারণে আয়োজক দেশের বড় অঙ্কের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক সানডে টাইমস।
সানডে টাইমসের প্রতিবেদন বলছে, ফাইনালে ভারত না থাকায় ব্রিটিশ মুদ্রার হিসেবে ৪ মিলিয়ন পাউন্ডের ক্ষতি হচ্ছে আয়োজকদের। বাংলাদেশের মুদ্রামানে যা ৬২ কোটি ৮৯ লাখ ৪১ হাজার ২০০ টাকার সমান। এই হিসেবও করা হচ্ছে ৪ দিনের সাপেক্ষে। ৫ দিনে টেস্ট গড়ালে ক্ষতি ৬৩ কোটি টাকার বেশি।
ভারত ফাইনালে থাকবে এমন সম্ভাবনায় প্রথমে চড়া মূল্যে ছাড়া হয়েছিল টিকিট। কিন্তু ভারত ফাইনালে উঠতে না পারায় টিকিট দাম পড়ে গেছে। এই ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের আর্থিক প্রভাবকে আরও একবার সামনে এনেছে।
ভারতের ফাইনালে থাকার সম্ভাবনা মাথায় রেখে লর্ডস কর্তৃপক্ষ টিকিটের দাম শুরুতে অনেক বেশি নির্ধারণ করে। ভারত ফাইনালে না থাকায় এমসিসি বাধ্য হয়ে টিকিটের দাম উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
সানডে টাইমসের ভাষ্য, অতিরিক্ত দামের কারণে যেন গ্যালারি ফাঁকা না থাকে, সেটাই নিশ্চিত করতে হয়েছে কর্তৃপক্ষ।
২০২৩ সালে ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে লর্ডসের উচ্চ মূল্যের টিকিট বিক্রি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। সেবারে টেস্টের চতুর্থ দিনে মাত্র ৯ হাজার দর্শক উপস্থিত ছিলেন। এরপরই টিকিট মূল্যের বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) কর্তৃপক্ষ। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়েও তাই আগে থেকেই সাবধানী তারা।