Logo
Logo
×

খেলা

দুধের স্বাদ ঘোলে মেটাতে চায় লিভারপুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৫:২৮ এএম

দুধের স্বাদ ঘোলে মেটাতে চায় লিভারপুল

সংগৃহীত ছবি

ঘরের মাঠে পিএসজির কাছে টাইব্রেকারে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায়ের ক্ষত এখনো টাটকা। সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ আজ লিভারপুলের সামনে।

ওয়েম্বলিতে ইংলিশ লিগ কাপের রবিবাসরীয় ফাইনালে অলরেডদের প্রতিপক্ষ নিউক্যাসল। এই ম্যাচে আগের হারের দুঃখ মেটাতে চান অলরেডদের বস। 

কোচ হিসাবে প্রথম শিরোপা জয়ের হাতছানিতে রোমাঞ্চিত আর্না স্লট বলেছেন, ‘পিএসজির কাছে হারের পর জেগে ওঠার জন্য এটা অনেক বড় উপলক্ষ্য। ফাইনালে আপনি জেতার জন্যই খেলবেন। তবে এই দেশে শিরোপা কেউ আপনার হাতে তুলে দেবে না। এখানে ভালো দল অনেক। সেরা হতে হলে আপনাকে সেরার মতোই খেলতে হবে।’

গত আসরের ফাইনালে চেলসিকে হারিয়ে রেকর্ড দশম লিগ কাপ জিতেছিল লিভারপুল। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা রেসে তারা এগিয়ে ১৫ পয়েন্টে।

Jamuna Electronics

Infostation
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম