
সংগৃহীত ছবি
কানাডার খেলাধুলার কথা উঠলে সেই তালিকায় আসবে রায়ান ওয়েডিংয়ের নাম। ২০০২ শীতকালীন অলিম্পিকে স্নোবোর্ড ইভেন্টে সাড়া জাগিয়েছিলেন তিনি। একটা সময় দেশের হয়ে প্রতিনিধিত্ব করা রায়ান ওয়েডিং এখন ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায়।
অবসরের পর রায়ান ওয়েডিং পা বাড়ান অন্ধকার জগতে। খুন, মাদক পাচারে জড়িয়ে পড়েন। কানাডার পুলিশের খপ্পর থেকে একাধিকবার পালিয়ে বেঁচেছেন। আবার ধরাও পড়েছেন। ২০১০ সালে তিনি দোষী সাব্যস্ত হয়ে চার বছরের জন্য জেল খেটেছেন।
কিন্তু জেল থেকে বেরিয়ে নিজেকে সংশোধন না করে আবার অপরাধ জগতে প্রবেশ করেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই তাদের মোস্ট ওয়ান্টেড তালিকা ঘোষণা করেছে।
তালিকায় রয়েছে ১০ জনের নাম। রায়ান ওয়েডিংয়ের নামও রয়েছে তালিকায়। এফবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রায়ান ওয়েডিংকে ধরিয়ে দিতে কিংবা তার খোঁজ দিতে পারলে এক কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।
এফবিআই জানিয়েছে, ৪৩ বছর বয়সি ওয়েডিং এখন মেক্সিকো বা লাতিন আমেরিকার কোনো দেশে লুকিয়ে আছেন।