
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৪:২৪ এএম
এগোনো-পেছানোর লড়াইয়ে সিটির হতাশা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৪:১৫ এএম

সংগৃহীত ছবি
আরও পড়ুন
ম্যাচের ১১ মিনিটে পেনালটি গোলে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দিয়েছিলেন আর্লিং হলান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের ৯৪তম ম্যাচে নরওয়ের স্ট্রাইকারের এটি ৮৪তম গোল।
কিন্তু শনিবার ইতিহাদ স্টেডিয়ামে শেষতক জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ম্যানসিটি। আবারও হোঁচট খেয়েছে তারা। এবার তাদের ২-২ গোলে রুখে দিয়েছে ব্রাইটন।
খেলার ২১ মিনিটে সিটি গোল হজম করে। ম্যাচে সমতা ১-১ গোলে। ৩৯ মিনিটে ওমার মারমউশের দুর্দান্ত গোলে ম্যানসিটি আবার লিড নেয় (২-১)।
দ্বিতীয়ার্ধের তিন মিনিটে আবদুলকদির খুশানভের আত্মঘাতী গোলে (২-২) জয়বঞ্চিত হয় ম্যানসিটি। ২৯ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পেপ গার্দিওলার দল।