Logo
Logo
×

খেলা

স্পেশাল অলিম্পিকস উইন্টার গেমস

ইউক্রেনকে হারিয়ে সোনা জয় বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৫:২৩ পিএম

ইউক্রেনকে হারিয়ে সোনা জয় বাংলাদেশের

ছবি: সংগৃহীত

স্পেশাল অলিম্পিকস উইন্টার গেমসে ইউক্রেনকে হারিয়ে ফ্লোরবলে সোনা জিতেছে বাংলাদেশের মেয়েরা।  

ইতালির তুরিনে বসা উইন্টার গেমসের আসরে শনিবার (১৫ মার্চ) মেয়েদের ফ্লোরবল ইভেন্টের ফাইনালে ইউক্রেনকে ৪-২ গোলে হারায় স্বর্ণা-ফাতেমারা।

ফাইনালে গোল করেছেন স্বর্ণা আক্তার, ফাতেমা আক্তার, ফাবিয়া খাতুন ও তামাল্লিন।

বাংলাদেশ ফ্লোরবল দলে খেলছেন, ফাবিয়া খাতুন, তানমুন ইসলাম, তামাল্লিন, তানজিলা খাতুন, ফাতেমা আক্তার, অনিতা খাতুন, স্বর্ণা আক্তার ও মুক্তা আক্তার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম