Logo
Logo
×

খেলা

সেরা দুইয়ে থাকা উচিত বাংলাদেশের, বললেন হাবিবুল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৩:২৬ পিএম

সেরা দুইয়ে থাকা উচিত বাংলাদেশের, বললেন হাবিবুল

সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং প্রধান হাবিবুল বাশার মনে করেন, বাংলাদেশ নারী দলকে আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে সেরা দুইয়ে থেকে মূল পর্বে জায়গা করে নেওয়া উচিত। পাকিস্তানে ৯ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট থেকে সেরা দুই দল ভারতে বছরের শেষ দিকে অনুষ্ঠিত মূল বিশ্বকাপে অংশ নেবে।  

বাশার সম্প্রতি একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি মনে করি আমরা একদিনের ফরম্যাটে ভালো দল। আমার মনে হয়, এই টুর্নামেন্টে আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ হবে। পাকিস্তানও খারাপ দল নয়। তবে আমি মনে করি, আমাদের পাকিস্তানকে হারানো উচিত। আমার বিশ্বাস, বাংলাদেশকে অবশ্যই কোয়ালিফাই করা উচিত।’  

আইসিসি সম্প্রতি ছয় দলের এই বাছাইপর্বের সূচি ঘোষণা করেছে। যেখানে সেরা দুটি দল ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে মূল পর্বে খেলবে।  

বাংলাদেশ তাদের বাছাইপর্বের মিশন শুরু করবে ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে, এরপর ১৩ ও ১৫ এপ্রিল যথাক্রমে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মুখোমুখি হবে। তবে টাইগ্রেসদের জন্য মূল চ্যালেঞ্জ হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, যেগুলো ১৭ ও ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।  

বাশার মনে করেন, বাছাইপর্বে বাংলাদেশের জন্য চাপ সামলানো গুরুত্বপূর্ণ হবে। তিনি বলেন, ‘দলটি দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছে। আমার মনে হয় না যে আমাদের অতিরিক্ত চিন্তা করা উচিত এবং শুধুমাত্র এই টুর্নামেন্টেই মনোযোগ দেওয়া উচিত। কতটা ভালোভাবে আমরা চাপ সামলাতে পারব, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’  

নারী দল ২২ মার্চ মিরপুরে বাছাইপর্বের প্রস্তুতি শুরু করবে। তারা ৩ এপ্রিল লাহোরের উদ্দেশে দেশ ছাড়বে, যেখানে ৫ ও ৭ এপ্রিল স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম