ইমরান খানের ‘কয়েদি নাম্বার ৮০৪’ লেখা হ্যাট পরায় শাস্তি পেলেন আমের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০২:৩৫ পিএম
-67d53be060d52.jpg)
ছবি: সংগৃহীত
পাকিস্তান তথা বিশ্ব ক্রিকেটেরই এক উজ্জ্বল নক্ষত্র ইমরান খান। ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ সালে একমাত্র বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল পাকিস্তান। সেই তিনি পরবর্তীতে রাজনীতিতে জড়িয়ে হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। এরপর দেখতে হয়েছে মুদ্রার উল্টো পিঠটাও। বিভিন্ন মামলায় এখন কারাভোগ করতে হচ্ছে তাকে। যার প্রতিবাদ করতে গিয়েই এবার শাস্তি পেতে হলো আমের জামালকে। এছাড়াও পাকিস্তানের ৮ ক্রিকেটারকে শাস্তি দিয়েছে পিসিবি।
বর্তমানে ইমরান খানের কয়েদি নাম্বার ৮০৪। যাকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করেছেন এই ক্রিকেটার। যে কারণে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে পিসিবি। আর সেই অভিযোগে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে তাদের। যার মধ্যে আমের একাই ১৩ লাখ রুপি জরিমানা দেবেন।
আমেরকে শাস্তির কারণ হিসেবে জানা গেছে, ২০২৪ সালের অক্টোবরে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টের সময় মুলতানে ‘৮০৪’ লেখা হ্যাট পরেছিলেন আমের। আর ওই হ্যাট পরেই মাঠে সম্প্রচার ক্যামেরার সামনে কথা বলেন এই পেসার। যাকে বোর্ডের ‘নিরপেক্ষতা নীতি’র লঙ্ঘন হিসেবে চিত্রায়িত করেছে পিসিবি।
আরও জানা গেছে, সেদিন জামাল যে হ্যাটটি পরেছিলেন, সেটিতে ‘৮০৪’ লেখা ছিল, যা পাকিস্তানের প্রেক্ষাপটে সরাসরি ইমরান খানের সঙ্গে সম্পর্কিত।
আমের ছাড়াও আরও সাত ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে তিনজন ক্রিকেটারকে ৫ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। তবে ওই তিন ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। ওই তিন ক্রিকেটার নভেম্বরে পাকিস্তান দলের অস্ট্রেলিয়া সফরে রাতে টিম হোটেলে দেরিতে ফিরেছিলেন বলে জানা গেছে। এ ছাড়া বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরের সময় অনিয়মের দায়ে জরিমানা হয়েছে সালমান আলী আগা, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক ও আব্বাস আফ্রিদির।