Logo
Logo
×

খেলা

বাজবল নিয়ে ইংল্যান্ডকে সতর্ক করলেন ওয়ার্নার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০১:৫৪ পিএম

বাজবল নিয়ে ইংল্যান্ডকে সতর্ক করলেন ওয়ার্নার

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের নতুন ঘরানার টেস্ট ক্রিকেট ‘বাজবল’ বেশ সাড়া ফেলেছে বিশ্ব ক্রিকেটে। নতুন এই ঝুঁকিপূর্ণ কৌশলে ইংল্যান্ড সফলতা যেমন পেয়েছে তেমনি যেতে হয়েছে ব্যর্থতার মধ্যে দিয়েও। সবশেষ ভারতের মাটিতে ইংল্যান্ডের এই কৌশল আলোর মুখ দেখেনি। যা নিয়ে সমালোচিতও হতে হয়েছে তাদের। এবার অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখের আগে সেটাই মনে করিয়ে দিয়েছেন ডেভিড ওয়ার্নার।

অ্যাশেজ পুনরুদ্ধার করতে আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় যাবে ইংল্যান্ড দল। সেখানেও যে ইংলিশরা বাজবল খেলবে সেটা অনেকটাই অনুমেয়। তবে সেটা করতে গেলে যে হিতের বিপরীত হতে পারে সেটাই এবার মনে করিয়ে দিয়েছেন সাবেক অজি তারকা।

ওয়ার্নার বলেন, ‘এই মুহূর্তে অস্ট্রেলীয়রাই ফেভারিট। শুধু কন্ডিশন জানার কারণে নয়, তাদের বোলিং বিভাগে ১ হাজার ৪০০ আন্তর্জাতিক বা টেস্ট উইকেট আছে। তারা বিশ্বমানের বোলার, সবসময়ই ঘুরে দাঁড়াবে এবং এটাই ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় বাধা।’

ইংল্যান্ডের আলোচিত ‘বাজবল’ কৌশল নিয়ে ওয়ার্নার বলেন, ‘আমি জানি না, বাজবল মিথ কিনা। তবে অস্ট্রেলিয়ায় বাউন্স ও অন্য সবকিছু বিবেচনায় এবং ইংল্যান্ডে তারা গতবার যে ফিল্ডিং সাজিয়েছিল, তাতে বাজবল কাজে আসবে বলে মনে হচ্ছে না। অস্ট্রেলিয়ায় এমন ঘরানার ক্রিকেট খেলা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হবে।’

উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হবে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম