আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা আগে কখনোই দেখা যায়নি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:৫৪ পিএম
-67d5240a49eff.jpg)
ছবি: সংগৃহীত
সুপার ওভার মানেই রোমাঞ্চকর এক ম্যাচ। টাই হওয়া ম্যাচ যখন সুপার ওভারে গড়ায় তখন তা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ৬ বলের খেলায় চার-ছক্কার ফুলঝুরি দেখার প্রত্যাশা থাকে। তবে এবার দেখা গেল ভিন্ন ঘটনা। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর কখনোই ঘটেনি। সুপার ওভারে কোনো রানই করতে পারেনি ব্যাটিং দল। যা এই ফরম্যাটে সুপার ওভারে বিশ্বরেকর্ড।
এমন কাণ্ড ঘটেছে শুক্রবার মালয়েশিয়ায় ত্রিদেশীয় সিরিজে বাহরাইন ও হংকং ম্যাচে। যেখানে হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে কোনো রানই করতে পারেনি বাহরাইন। এর আগে সুপার ওভারে সর্বনিন্ম রানের রেকর্ডটি ছিল আফগানিস্তানের। গত বছর ভারতের বিপক্ষে মাত্র ১ রান করেছিল আফগানিস্তান। অবশ্য সেটি ছিল ওই ম্যাচের দ্বিতীয় সুপার ওভার।
বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে সেই ম্যাচটি টাই হলে প্রথম সুপার ওভারে দুদলই সমান ১৬ রান করে। পরে দ্বিতীয় দফা ম্যাচ সুপার ওভারে গড়ালে ১ রান তুলেই তিন বলের মাথায় দুটি উইকেট হারিয়ে অলআউট হয় আফগানিস্তান। নিয়ম অনুসারে, সুপার ওভারে কোনো দলের সর্বোচ্চ উইকেট পড়তে পারে দুটিই!
বাহরাইনের ক্ষেত্রেও তেমনটি হয়েছে। সুপার ওভারে আগে ব্যাটিং করতে নেমে প্রথম বল ডট হওয়ার পর পরের দুই বলে দুই উইকেট হারায় তারা। যে কারণে শেষ তিন বল বাকি থাকলেও শূন্য রানে অলআউট হয় দলটি। সুপার ওভারে মেডেন দেওয়ার এই কীর্তি গড়েছেন হংকং পেসার ইহসান খান। অবশ্য এই ১ রানের টার্গেট ছুঁতেও ৩ বল খেলতে হয়েছে হংকংকে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ ঘটনা নতুন হলেও টি-টোয়েন্টি লিগে এটা নতুন কিছু নয়। টি-টোয়েন্টি লিগগুলোতে সুপার ওভারে কোনো রান না করতে পারার ঘটনা আছে একাধিকবার।