-67d4f2a973604.jpg)
ছবি: সংগৃহীত
আইপিএল শুরু হবে ২২ মার্চ। তার আগে সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর নতুন হেয়ার স্টাইলে হাজির বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার ভোলবদলের ছবি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় তারকার রান ২১৮। গড় ৫৪.৫। পাকিস্তানের বিরুদ্ধে একটি সেঞ্চুরি ছাড়াও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রান করেন। এই টুর্নামেন্টেই ১৪০০০ ওয়ানডে রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। আইসিসির সেরা একাদশেও আছেন কোহলি।
আইপিএলের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে কলকাতা নাইটরাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। কোহলি যদিও এখন আর আরসিবির অধিনায়ক নন। ক্যাপ্টেন্সির দায়িত্ব সামলাবেন রজত পাতিদার। দু-একদিনের মধ্যে আরসিবির প্রস্তুতি শিবিরে যোগ দেবেন কোহলি। সেখানে নতুন ‘লুক’-এ দেখা যাবে তাকে।
হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম কোহলির নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সঙ্গে কোহলিকে সর্বকালের সেরা প্লেয়ার হিসাবে উল্লেখ করেছেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় সব ট্রফি জেতা হয়ে গেলেও এখনো আইপিএল জেতা হয়নি কোহলির। নতুন চুলের স্টাইলে কি আইপিএল-ভাগ্য বদলাবে তার?