Logo
Logo
×

খেলা

মাঠ থেকে কেন অবসর নেননি মুশফিক-রিয়াদ, আফসোস সুজনের

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০১:৫৫ পিএম

মাঠ থেকে কেন অবসর নেননি মুশফিক-রিয়াদ, আফসোস সুজনের

গেল সপ্তাহে মুশফিকুর রহিম, গত বুধবার রাতে মাহমুদউল্লাহ রিয়াদ। একজন ওয়ানডে আর আরেকজন আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলেছেন। তবে দুজনের এ বিদায়ে একটা বিষয়ের উপস্থিতি আছে, দুজনই বিদায় নিয়েছেন ফেসবুকে পোস্ট দিয়ে।

যার ফলে মাঠ থেকে অবসর নেওয়ার নজিরের দেখা মিলল না আবারও। ২০০৮ সালে মোহাম্মদ রফিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নিয়েছিলেন। এরপর থেকে আর একজন ক্রিকেটারও এই মর্যাদা নিয়ে ক্রিকেট ছাড়তে পারেননি। মুশফিক-মাহমুদউল্লাহদের সামনে সে সুযোগ ছিল, কিন্তু তারাও শেষমেশ পারলেন না আর। 

খালেদ মাহমুদ সুজন আবার এই দলের নন। তিনি ২০০৬ সালে অবসর নিয়েছিলেন ঘোষণা দিয়েই। তিনি জানান, মাঠ থেকে অবসর নিলেই ভালো করতেন মুশফিক-রিয়াদরা। 

তিনি বলেন, ‘ওদের (সিনিয়র ক্রিকেটারদের) ক্যারিয়ার বাংলাদেশ ক্রিকেটের জন্য অসাধারণ ছিল। মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ ওদের প্রাপ্য ছিল। যারা ভালোবেসেছে ও সমর্থন দিয়েছে, তারাও চাইত গ্যালারি ভরা দর্শকের হাততালির মধ্যে তারা বিদায় নিক। কিন্তু সেই সুযোগটা আর হলো না। কেন মাঠে অবসর নেয়নি, সেটা ওরাই ভালো বলতে পারবে।’

বোর্ডের দোষও দেখেন অনেকে, তবে এক্ষেত্রে খালেদ মাহমুদ মোটেও বিসিবিকে দোষ দিতে নারাজ। তিনি বলেন, ‘যখন আমি অবসর নিয়েছিলাম, আগেই জানিয়েছিলাম সেটাই আমার শেষ ম্যাচ। কিন্তু যদি কেউ না জানায়, বোর্ড বুঝবে কীভাবে? ক্রিকেটাররা আগেই বললে বোর্ডও সম্মানজনক বিদায়ের ব্যবস্থা করতে পারে।’

সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের দুই কিংবদন্তির বিদায়টা সময়োপযোগী সিদ্ধান্ত ছিল, জানান তিনি। বলেন, ‘ওরা চাইলে হয়তো আরও কিছুদিন খেলতে পারত। কিন্তু মাঠ থেকে বিদায় নিলে সেটা আরও স্মরণীয় হয়ে থাকত।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম