আলভারেজের পেনাল্টি-কাণ্ডের পর নিয়মই বদলে ফেলতে চাইছে উয়েফা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:৫৫ এএম

আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের পেনাল্টি বিতর্কিতভাবে বাতিল হওয়ার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যার পর উয়েফা নড়েচড়ে বসেছে রীতিমতো। বৃহস্পতিবার জানিয়েছে যে তারা সম্ভাব্য নিয়ম পরিবর্তনের বিষয়টি বিবেচনা করবে।
বুধবারের ম্যাচে ২-২ সমতা শেষে টাইব্রেকারে রিয়াল মাদ্রিদ ৪-২ ব্যবধানে জিতে কোয়ার্টার-ফাইনালে পৌঁছে যায়। কিন্তু বিতর্ক শুরু হয় যখন ভিএআর সিদ্ধান্ত দেয় যে আলভারেজ পেনাল্টি নেওয়ার সময় বলকে দুইবার স্পর্শ করেছিলেন—একবার দাঁড়ানো পায়ের সংস্পর্শে এবং পরে মূল শট নেওয়ার সময়।
উয়েফার বিবৃতিতে জানানো হয়, ‘যদিও সংস্পর্শটি ন্যূনতম ছিল, তবে খেলোয়াড়টি তার দাঁড়ানো পা দিয়ে বল স্পর্শ করেছিলেন, তারপর শট নিয়েছিলেন। বর্তমান নিয়ম অনুসারে, ভিএআরকে রেফারিকে জানাতে হয়েছে যে গোলটি বাতিল করা উচিত।’
তবে, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে যে তারা এই নিয়মটি নিয়ে ফুটবলের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করবে।
‘দু’বার স্পর্শের নিয়মটি পুনর্মূল্যায়ন করা উচিত কি না, বিশেষ করে যখন এটা স্পষ্টত অনিচ্ছাকৃত হয়— এ বিষয়ে ফিফা ও আইএফএবির সঙ্গে আলোচনায় বসবে উয়েফা।’
আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে বলেছেন, তিনি বিশ্বাস করতে চান যে রেফারিরা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, ‘আমি কখনো দেখিনি যে পেনাল্টির জন্য ভিএআর ডাকা হয়েছে, তবে তারা নিশ্চয়ই দেখেছে যে সে স্পর্শ করেছে। আমি বিশ্বাস করতে চাই, আমি বিশ্বাস করতে চাই যে তারা দেখেছে সে বল স্পর্শ করেছে।’
সিমিওনে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন, যদি কেউ স্পষ্টভাবে দেখে থাকেন যে আলভারেজ বলকে দুইবার স্পর্শ করেছেন, তাহলে তারা যেন হাত তোলেন।
‘হাত তুলুন তো, যারা দেখেছেন হুলিয়ান বলকে দুইবার স্পর্শ করেছে। কে হাত তুলবে? কেউ হাত তোলেনি।’