আলভারেজের ‘ডাবল টাচ’ পেনাল্টির কী ব্যাখ্যা দিল উয়েফা?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৯:০২ পিএম
-67d2f3747bb36.jpg)
মাদ্রিদ ডার্বিতে শেষ হাসি হেসে রিয়াল মাদ্রিদের কোয়ার্টার ফাইনালে যাওয়া ছাপিয়ে এখন আলোচনায় হুলিয়ান আলভারেজের বাতিল হওয়া পেনাল্টি। দুই দলের কোচ তো বটেই, সাবেক-বর্তমান ফুটবলারদের আলোচনাতেও উঠে এসেছে বিষয়টি। তবে এবার এ নিয়ে ব্যাখ্যা দিয়েছে উয়েফা।
আতলেতিকো মাদ্রিদ দ্বিতীয় লেগে রিয়ালকে ১-০ গোলে হারিয়ে ম্যাচটি টাইব্রেকারে নিয়ে যায়। প্রথম মিনিটেই কনর গ্যালাগার গোল করে দিয়েগো সিমিওনের দলকে এগিয়ে নেন। ম্যাচের শেষ মুহূর্তে আনহেল কোরেয়ার প্রচেষ্টা প্রায় জয় এনেই দিচ্ছিল আতলেতিকোকে।
তবে তা হয়নি, খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে রিয়াল মাদ্রিদ ৪-২ ব্যবধানে জিতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে, যেখানে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। কিন্তু ম্যাচে আলভারেজের পেনাল্টি বাতিল হওয়া নিয়ে বড় বিতর্ক দেখা দেয়।
আলভারেজের নেওয়া প্রথম শটটি গোলরক্ষক থিবো কোর্তোয়ার বিপক্ষে জালে জড়ায়। প্রথমে এটি বৈধ গোল হিসেবে স্বীকৃতি পায়, কিন্তু পরে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) তা বাতিল করে দেয়। সিদ্ধান্ত হয়, আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ স্পট কিক নেওয়ার সময় দুটি পা দিয়ে বলটি স্পর্শ করেছিলেন, যা নিয়মবিরুদ্ধ।
ম্যাচ-পরবর্তী ফুটেজে দেখা যায়, আলভারেজের শট নেওয়ার সময় বলটি তার দুই পায়ে স্পর্শ করেছিল, যদিও সমর্থকদের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে বিভক্ত মতামত ছিল।
এ বিষয়ে উয়েফা ব্যাখ্যা দিয়েছে যে, শুধুমাত্র ভিএআর কর্মকর্তারাই নির্ধারণ করেছেন যে আলভারেজ সত্যিই বলটি দুই পায়ে স্পর্শ করেছিলেন কিনা। মিগেল ডেলানির প্রতিবেদন অনুসারে, এই সিদ্ধান্তে কোনো অতিরিক্ত সেন্সর বা প্রযুক্তির সহায়তা নেওয়া হয়নি।
উয়েফার ব্যাখ্যাতেই পরিষ্কার, এখানে কোনো প্রকার প্রযুক্তি ব্যবহৃত হয়নি। এ বক্তব্য তাই নতুন সমালোচনার দুয়ারই খুলে দিল রীতিমতো। এই সম্ভাব্য ‘নিয়ম লঙ্ঘন’ প্রথমে চিহ্নিত করেছিলেন রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে, যিনি রেফারির কাছে সঙ্গে সঙ্গেই দাবি করেন যে ‘ডাবল টাচ’ হয়েছে।
এদিকে, আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হলেও, তিনি প্রকাশ্যে ভিএআর কর্মকর্তাদের সমালোচনা করেননি। তিনি বলেন, ‘আমি পেনাল্টির দৃশ্যটি দেখেছি। রেফারি বলেছেন যে, যখন হুলিয়ান পা রাখে এবং কিক নেয়, তখন সে তার পা দিয়ে বল স্পর্শ করেছিল। কিন্তু বল নড়েনি। এটা নিয়ে আলোচনা হতে পারে যে এটি গোল ছিল কি না, তবে আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত।’
সিমিওনে আরও বলেন, ‘যখন সে তার পা রাখে এবং কিক নেয়, বল এতটুকুও নড়ে না। তবে যদি ভিএআর এটি বাতিল করে থাকে, আমি কখনও ভিএআরের মাধ্যমে পেনাল্টি বাতিল হতে দেখিনি, কিন্তু এটি বৈধ সিদ্ধান্ত। তারা নিশ্চয়ই দেখেছে যে সে স্পর্শ করেছে। আমি বিশ্বাস করতে চাই যে তারা এটি দেখেছে।’