Logo
Logo
×

খেলা

পিআরপি ইনজেকশন নিয়েছেন মোস্তাফিজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৩:৫১ পিএম

পিআরপি ইনজেকশন নিয়েছেন মোস্তাফিজ

ছবি: সংগৃহীত

অস্বস্তিতে ভুগছিলেন মোস্তাফিজুর রহমান। ডিপিএলেও খেলছেন না। টাইগার পেসারকে নিয়ে তাই শঙ্কা জাগে- ‘চোটে পড়েছেন?’ বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে সুখবর। চোট নেই তবে পিআরপি (প্লাটিলেট রিচ প্লাজমা) ইনজেকশন নিয়েছেন কাটার মাস্টার।

বিসিবির মেডিকেল বিভাগ ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছে, মোস্তাফিজ আপাতত বিশ্রামে থাকবেন। ঈদের পর প্রাইম ব্যাংকের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন।

পিআরপি চিকিৎসা হচ্ছে নিজের প্লাটিলেট দিয়ে তৈরি এক ধরনের ইনজেকশন। ইনজেকশনগুলো ক্ষতিগ্রস্ত লিগামেন্ট, টেন্ডন, পেশি বা জয়েন্টগুলোর চিকিৎসার জন্য রোগীর রক্তের নমুনা থেকে তৈরি করা হয়। লিগামেন্ট ও মাংসপেশি ইনজুরিজনিত সমস্যায় এটি প্রয়োগ করা হয়। এতে ক্ষতিগ্রস্ত বা ব্যথাযুক্ত স্থানে প্লাটিলেট সরবরাহ বাড়ায়। ব্যথা কমাতে সাহায্য করে।

ক্রিকবাজকে বিসিবি সূত্র জানিয়েছে, ‘মোস্তাফিজকে পিআরপি ইনজেকশন দেওয়া হয়েছে। মাঠে ফেরার আগে কিছুদিন বিশ্রাম নিতে হবে। মোস্তাফিজ নতুন কোনো ইনজুরিতে নেই। তবে তার কাঁধে যে অপারেশন হয়েছিল সেটা মাঝে মধ্যে অসুবিধার সৃষ্টি করে। ওটা ম্যানেজ করেই তিনি খেলছিলেন।’

পিআরপি ইনজেকশন নিলে সাধারণত ১০ দিনের মতো বিশ্রাম থাকতে হয় বলেও জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। ডিপিএলে দল না পাওয়ার পর আলোচনায় আসেন মোস্তাফিজ। পরে জানান, গত বছরের ক্লাব প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন। তবে মাঠে ফিরতে অপেক্ষা বাড়ছে টাইগার পেসারের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম