-67d2aa61058d9.jpg)
ছবি: সংগৃহীত
এখনো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেননি সরফরাজ আহমেদ। পাকিস্তানের এই চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অধিনায়ক সবশেষ খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে। সেই তাকেই এবার টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে পিএসএলের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
পিএসএলে এখন পর্যন্ত একবারই শিরোপার স্বাদ পেয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ২০১৯ সালে সেই শিরোপাটা এসেছিল সরফরাজের হাত ধরে। সেই তাকেই এবার টিম ডিরেক্টরের ভূমিকায় গুরুদায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে অবসর বলা দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির ও শোয়েব মালিকদের ক্রিকেটের পাঠ দেবেন তিনি।
২০১৬ সাল থেকে কোয়েটার হয়ে খেলে আসছিলেন সরফরাজ। তবে গত আসরে তাকে ছেড়ে দেয় কোয়েটা। পিএসএলের সবশেষ নিলামে এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার সেই সুযোগটাই কাজে লাগিয়েছে কোয়েটা। সরফরাজকে নিজেদের দলে যুক্ত করেছে নতুন ভূমিকায়।
কোয়েটায় সরফরাজ সাবেক কিংবদন্তি উইকেটরক্ষক মঈন খানের সঙ্গে কাজ করবেন। দলটির প্রধান কোচ সাবেক এই পাকিস্তানি অধিনায়ক। এ ছাড়া পাকিস্তানের সাবেক ফাস্ট বোলিং কোচ শন টেইটের সঙ্গেও কাজ করবেন ৩৭ বছর বয়সি এ ক্রিকেটার।
সরফরাজকে টিম ডিরেক্টর হিসেবে ঘোষণা দিয়ে কোয়েটা জানিয়েছে, ‘সরফরাজকে আমরা কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের টিম ডিরেক্টর হিসেবে ঘোষণা করতে চাই। সরফরাজ অধিনায়ক হিসেবে কিউজিকে সত্যিই ভালোভাবে নেতৃত্ব দিয়েছেন। আশা করি পরিচালক হিসেবেও তিনি একই কাজ করবেন। প্রধান কোচ হিসেবে মঈন খান এবং টিম ডিরেক্টর হিসেবে সরফরাজের সমন্বয় আমাদের জন্য বিস্ময়কর হবে।’
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স স্কোয়াড:
আবরার আহমেদ, মোহাম্মদ আমির, রাইলি রোসো✈️, আকিল হোসেইন✈️, সৌদ শাকিল (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, খাজা নাফায়, উসমান তারিক, মার্ক চ্যাপম্যান✈️, ফিন অ্যালেন✈️, ফাহিম আশরাফ, খুররম শাহজাদ, হাসিবুল্লাহ খান, কাইল জেমিসন✈️, হাসান নওয়াজ, মোহাম্মদ জিসান, কুসল মেন্ডিস✈️, শন অ্যাবট✈️, শোয়েব মালিক, দানিশ আজিজ