
ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকেই শুরু, কামরান আকমলের সমালোচনা এখনও চলছে। পাকিস্তান ক্রিকেটের পিণ্ডি চটকাতে কখনও খেলোয়াড়দের একহাত নিয়েছেন, কখনও দেশকে ধরেননি গোনায়। এবার আরেকবার নিজ দেশের ক্রিকেটকে কটাক্ষ করেছেন সাবেক এই ক্রিকেটার।
কামরান বলেছিলেন, ‘পাকিস্তান চললে চাঁদে, নাহলে খাঁদে।’ খাঁদেই পড়েছে। ট্রফির মিশনে মুখ ধুবড়ে পড়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। দুটি ম্যাচ খেলে হেরেছে দুটিতেই। কামরানের মতে, এই পাকিস্তান দলকে হারিয়ে দেবে যেকোনো দলের চতুর্থ টিমও। সাবেক এই তারকা সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেটেরও।
ট্রফি ফয়সালার দিনে পাকিস্তানের কেউ ওঠেনি পুরস্কার বিতরণী মঞ্চে। সেই নিয়ে চলছে বাদানুবাদ। কামরান মনে করেন, দল যেভাবে খেলেছে তাতে পাকিস্তানের কেউ ওই মঞ্চে ওঠার যোগ্যতা হারিয়ে বসেছে।
সাবেক এই পাকিস্তানি ব্যাটার বলেছেন, ‘স্টেজে কাউকে দাঁড় করানোর যোগ্যতাই পাকিস্তানের নেই। আইসিসি সামনে আয়না তুলে ধরেছে। আমরা ভাল ক্রিকেট খেলিনি। ছোটখাট দল আমাদের হারিয়ে দিচ্ছে। পাকিস্তান কীভাবে টুর্নামেন্ট আয়োজন করেছে তাই নিয়ে কেউ কথা বলছে না। কিন্তু আমরা যদি এভাবে খেলি তাহলে এমনই ব্যবহার পাব। কেউ কোনও সম্মানই দেবে না।’
দলের ভয়াবহ বিপর্যয়ে বিরক্ত আকমল, ‘প্রতিপক্ষের ডি টিমকেই হারানোর যোগ্যতা আমাদের নেই। আমাদের দেশে পূর্ণশক্তির দলকে অন্য কোনও দেশের ডি টিম হারিয়ে দিয়ে যাবে। সম্মান তখনই মিলবে, যখন ভাল খেলবে এবং জিতবে। আর ভারত তো হারাবেই।’