
ছবি: সংগৃহীত
সময়টা মোটেও জাসপ্রিত বুমরাহর পক্ষে নেই। উড়ন্ত সময়ে চোটে পড়েন। এখনও ভুগছেন। ভারতের তারকা পেসার মাঝে মিস করেছেন কয়েকটি সিরিজ, খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। এবার শঙ্কা জেগেছে আইপিএল নিয়েও। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন বুমরাহ, তা এখনও অনিশ্চিত।
নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার শেন বন্ড মনে করেন, পিঠের চোট থেকে যদি পুরোপুরি সুস্থ না হয়ে বুমরাহ খেলেন অথবা ওয়ার্ক লোড না করেন, তবে তার ক্যারিয়ার ধংস করে দেবে এই চোট। অকালে হারিয়ে যাওয়া তাসমানপাড়ের গতিদানব সতর্কও করেছেন।
বুমরাহর মতো পিঠের চোটে ক্যারিয়ারের শেষ দেখেছিলেন বন্ড। পূর্ব অভিজ্ঞতা থেকে পরামর্শ দিয়েছেন, ‘বুমস (বুমরাহ) ঠিক থাকবে। তবে এটা (ওয়ার্কলোড) সামলানোর বিষয়। ভবিষ্যৎ সফর এবং সূচির দিকে তাকালে, তাকে বিশ্রাম দেয়ার সুযোগ কোথায়, আসলে বিপদের সময়টা কোথায়? প্রায়ই এমন হয় যে, (আইপিএল থেকে) টেস্ট চ্যাম্পিয়নশিপে যাওয়া ঝুঁকিপূর্ণ।‘
গত জানুয়ারিতে সিডনি টেস্টে চোট পেয়েছিলেন বুমরাহ। এখন আছেন পুনর্বাসন কেন্দ্রে। শেন বন্ড মনে করেন, সেরে ওঠার পর গুরুতর এ চোট দ্বিতীয়বার পেলে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।
কিউই পেস কিংবদন্তি বলেছেন, ‘পরের বিশ্বকাপের জন্য সে খুবই মূল্যবান। ইংল্যান্ডে পাঁচটি টেস্ট খেলবেন, আমি হলে তাকে টানা দুটির বেশি ম্যাচ খেলাতে চাইতাম না। ওর যদি একই জায়গায় আর একবার চোট লাগে, তাহলে কিন্তু ক্যারিয়ার শেষও হয়ে যেতে পারে। কারণ ওই জায়গায় আর দ্বিতীয়বার অস্ত্রোপচার সম্ভব হবে বলে আমার মনে হয় না।’
বুমরাহকে সুস্থ করার দায়িত্ব তিনজনের ওপর দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিভাঙ্গনম এবং ফিজিও তুলসী রাম যুবরাজ বুমরাহকে রিহ্যাব করাচ্ছেন। চিকিৎসক নিতিন প্যাটেল ভারতীয় পেসারকে নজরে রেখেছেন। সেই সঙ্গে জাতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাই এবং ফিজিও কমলেশ জৈন খোঁজ নিচ্ছেন। এরাই শুনিয়েছেন শঙ্কার কথা। মাঠে ফিরতে অপেক্ষা বাড়তে পারে বুমরাহর।