
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৩:২৫ পিএম
আইপিএল না খেলার সিদ্ধান্তে ভারতে নিষিদ্ধ হতে পারেন ব্রুক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০১:০৮ পিএম
-67ce8fdcc53d9.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
আইপিএলে খেলতে যেখানে মুখিয়ে থাকে বিশ্বের তারকা ক্রিকেটাররা। সেখানে নিলামে দল পেয়েও আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুক। এমন কাণ্ডের পর এখন ভারতের নিষেধাজ্ঞার শঙ্কায় আছেন তিনি। কেননা, আইপিএলের সবশেষ নিলামের আগে এমন নিয়মই চালু করেছে ভারত।
আইপিএলের নতুন নিয়মে, নিলামে দল পাওয়ার পর গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া কোনো বিদেশি ক্রিকেটার আইপিএল থেকে সরে দাঁড়ালে তাকে দুই বছরের জন্য নিলামে অংশ নিতে দেওয়া ও আইপিএলে খেলার সুযোগ দেওয়া হবে না। সেই নিয়মেই নিষেধাজ্ঞায় পড়তে পারেন ব্রুক।
অবশ্য আইপিএলে দল পাওয়ার পরও নিজেকে সরিয়ে নেওয়া ব্রুকের জন্য নতুন ঘটনা নয়। গত আসরেও দল পেয়েছিলেন তিনি। পরে নিজেকে সরিয়ে নেন এই ইংলিশ ব্যাটার। এবারও একই পথে হেঁটেছেন তিনি। তবে এবার শাস্তি পেতে পারেন তিনি। যদিও এখন পর্যন্ত ব্রুককে শাস্তি দেওয়ার বিষয়ে তেমনই কিছুয় জানায়নি আইপিএল কর্তৃপক্ষ।
সবশেষ নিলামে দিল্লি ক্যাপিটালস ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে টেনেছিল হ্যারি ব্রুককে। এর আগে, গত আসরে একই দল তাকে কিনেছিল ৪ কোটি রুপিতে। পরে দাদির মৃত্যুকে কারণ দেখিয়ে সে আসরে খেলেননি তিনি। আর এবার কারণ হিসেবে সামনে এনেছেন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি।
টানা দুবার সরে দাঁড়ালেও আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে ব্রুকের। ২০২৩ আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এক ম্যাচে ৫৫ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে বাকি ১০ ইনিংস মিলিয়ে তার রান ছিল ৯০।
ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫
আরও পড়ুন