সুদানের সঙ্গে প্রস্তুতি ম্যাচে খেলা হলো না বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৮:২৮ পিএম

ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের প্রস্তুতি নিতে বাংলাদেশ গেছে সৌদি আরবে। সেখানে বাংলাদেশ দলের পাশাপাশি সুদানও ক্যাম্প করছে। তাদের বিপক্ষে আজ শনিবার বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে তা আর হচ্ছে না। আজ বাফুফে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
আজ বাংলাদেশের মাঠে নামার কথা ছিল। তবে বিশেষ কারণে সুদান মাঠে নামতে পারেনি। যদিও তারা আশ্বাস দিয়েছে যে পরবর্তী সময়ে ম্যাচটা মাঠে গড়ানোর।
সৌদি থেকে বিষয়টা জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান। তিনি বলেন, ‘সুদান দলের সঙ্গে আজ খেলা হওয়ার কথা ছিল। সুদানের কোচ ৮ বা ৯ মার্চের মধ্যে একদিন আমাদের সঙ্গে একটি ম্যাচ খেলতে চেয়েছিল। গতকাল রাতেও আজ খেলার কথা জানিয়েছিল।’
না খেলার কথাটা সুদান জানিয়েছে শনিবার সকালে। আমের বলেন, ‘তবে সকালে তারা জানিয়েছে আজ খেলতে পারছে না। পরবর্তীতে তারা সময় জানাবে।’
এদিকে বাংলাদেশ দলের ডিফেন্ডার রহমত মিয়া ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি প্রথম ফ্লাইটে। তবে এক দিন পর তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন।
বিষয়টায় খুব সমস্যা দেখছেন না তিনি। বললেন, ‘আমি দলের সঙ্গে ঢাকায়ও অনুশীলন করেছি। ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। এখানে এসে আবার অনুশীলন শুরু করেছি। ’