
জাসপ্রীত বুমরাহ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের প্রধান পেসার জাসপ্রীত বুমরাহকে পাচ্ছে না ভারত। তাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হয়েছে কোচ গৌতম গম্ভীরকে। তার অনুপস্থিতিতে অবশ্য খুব বেশি সমস্যা হয়নি ভারতের। অপরাজিত দল হিসেবেই ফাইনালে পৌঁছে গেছে তারা।
চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করলেও চলতি মাসের শেষভাগে শুরু হতে যাওয়া আইপিএল দিয়ে মাঠে ফেরার কথা রয়েছে বুমরাহর। কিন্তু এখন শোনা যাচ্ছে, চোটের কারণে আইপিএলেরও বেশকিছু ম্যাচ মিস করতে যাচ্ছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এপ্রিলের মাঝামাঝিতে আইপিএল নিজের দল মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে যোগ দিতে পারেন ডানহাতি এই তারকা পেসার।
বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পিঠের চোটের পুনর্বাসনে আছেন বুমরাহ। এ নিয়ে সংবাদমাধ্যমটিকে বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছেন, ‘বুমরাহর মেডিক্যাল রিপোর্ট ঠিক আছে। ইতোমধ্যে বোলিং–ও শুরু করেছেন তিনি। তবে পুরোদমে বোলিং কিংবা আইপিএলের শুরুতেই তার ক্রিকেটে ফেরাটা কঠিন। সৃষ্ট পরিস্থিতিতে এপ্রিলের প্রথম সপ্তাহে তার পুরোদমে ক্রিকেটীয় প্রতিযোগিতায় ফেরাটা বাস্তবতা মনে হচ্ছে।’
সবমিলিয়ে বোঝাই যাচ্ছে– আইপিএলে নিজেদের প্রথম ৩-৪ ম্যাচে বুমরাহকে পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বিসিসিআইয়ের ওই সূত্র আরও জানান, ‘(চোট পুনর্বাসনে) এটাই সঠিক কার্যপদ্ধতি। মেডিক্যাল বিভাগ পর্যায়ক্রমে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বাড়াতে কাজ করছে। যদি অন্তত কয়েকদিন কোনো অস্বস্তি ছাড়াই বুমরাহ বল করতে না পারেন, মেডিক্যাল বিভাগের পক্ষেও তাকে খেলার জন্য ছাড়পত্র দেওয়া সম্ভব নয়।’
এদিকে বুমরাহর অনুপস্থিতিতে ভারতের পেস বিভাগের নেতৃত্বের গুরুদায়িত্ব পড়েছে মোহাম্মদ শামির কাঁধে। তবে এক বছরেরও বেশি সময় পর চোট কাটিয়ে ফেরা এই পেসারকে এখনো পুরোপুরি ফিট মনে হচ্ছে না। টুর্নামেন্টে এরই মধ্যে চার ম্যাচ খেলে ফেললেও তার গোড়ালির সমস্যা রয়েই গেছে।
বুমরাহর সঙ্গে শামির বর্তমান ফিটনেস নিয়ে ওই সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘শামি ও বুমরাহ পুরো আইপিএলটা কীভাবে কাটান সেটা গুরুত্বপূর্ণ। শামি এখনও পর্যবেক্ষণে আছেন। যদি আগামীতে তাদের দুজনকে একসঙ্গে ২-৩ টেস্টের জন্যও নির্বাচকরা পান, সেটি হবে আদর্শ পরিস্থিতি।’