Logo
Logo
×

খেলা

মারাদোনার মৃত্যুর ৪ বছর পর চিকিৎসায় অবহেলার বিচার শুরু

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৭:২৮ পিএম

মারাদোনার মৃত্যুর ৪ বছর পর চিকিৎসায় অবহেলার বিচার শুরু

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার মৃত্যুর চার বছর পর তার চিকিৎসায় অবহেলার অভিযোগে সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে আগামী সপ্তাহে বিচার শুরু হতে যাচ্ছে। বুয়েনস আইরেসের শহরতলি সান ইসিদ্রোতে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বিচারপ্রক্রিয়া চার মাস ধরে চলবে, যেখানে মারাদোনার পরিবারের সদস্যসহ একশোরও বেশি সাক্ষী সাক্ষ্য দেবেন। অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে তারা আট থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।

দিয়েগো আর্মান্দো মারাদোনা ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি দীর্ঘদিন মাদক এবং অ্যালকোহলের আসক্তির সঙ্গে লড়াই করে আসছিলেন। তার মৃত্যু ঘটে ব্রেইন সার্জারির পর, যখন তিনি সুস্থ হয়ে উঠছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দুই সপ্তাহ পর, বুয়েনস আইরেসের এক বিলাসবহুল ভাড়া বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

রাতের নার্স জানান, তিনি কিছু ‘বিপদের লক্ষণ’ দেখেছিলেন, তবে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন তিনি মারাদোনাকে না জাগান। মারাদোনার মৃত্যুর ঘটনায় আর্জেন্টিনায় গভীর শোক নেমে আসে। রাষ্ট্রপতির প্রাসাদে তার মরদেহ শায়িত রাখা হলে, হাজার হাজার মানুষ শেষ শ্রদ্ধা জানাতে দীর্ঘ লাইনে দাঁড়ায়।

এই মামলার আসামিরা হলেন নিউরোসার্জন লিওপোল্ডো লুক, মনোরোগ বিশেষজ্ঞ অগুস্তিনা কোসাচোভ, মনোবিজ্ঞানী কার্লোস দিয়াজ, মেডিকেল কো-অর্ডিনেটর ন্যান্সি ফরলিনি, নার্সিং কো-অর্ডিনেটর মারিয়ানো পেরোনি, ডাক্তার পেদ্রো পাবলো দি স্পাগনা এবং নার্স রিকার্ডো আলমিরো। অন্য এক নার্স, গিসেলা দাহিয়ানা মাদ্রিদ, আলাদাভাবে বিচারপ্রক্রিয়ার জন্য আবেদন করেছেন এবং তার বিচার জুলাইয়ে শুরু হবে।

সরকারি কৌঁসুলিরা অভিযুক্তদের বিরুদ্ধে ‘অবহেলাপূর্ণ’ এবং ‘ত্রুটিপূর্ণ’ চিকিৎসা প্রদানের অভিযোগ এনেছেন। তারা বলছেন, মারাদোনাকে ‘দীর্ঘসময় ধরে যন্ত্রণা সহ্য করতে হয়েছে’ এবং উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা থাকলে তিনি বেঁচে যেতে পারতেন।

২০২১ সালে আর্জেন্টিনার পাবলিক প্রসিকিউটরের আহ্বানে গঠিত ২০ সদস্যের এক মেডিকেল প্যানেল জানিয়েছিল, ‘যথাযথ চিকিৎসা এবং একটি উপযুক্ত স্বাস্থ্যকেন্দ্রে থাকলে মারাদোনার বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকত।’    

অন্যদিকে, অভিযুক্তরা সকলেই নিজেদের নির্দোষ দাবি করেছেন। মনোরোগ বিশেষজ্ঞ কোসাচোভের আইনজীবী ভাদিম মিশচানচুক বলেন, ‘আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে না, কারণ তিনি শারীরিক নয়, বরং মানসিক স্বাস্থ্য দেখাশোনার দায়িত্বে ছিলেন।’

মারাদোনার পরিবার দাবি করেছে যে ফাঁস হওয়া অডিও এবং মেসেজে ফুটে উঠেছে, তার স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। মারাদোনার ছেলে দিয়েগুইটোর আইনজীবী মারিও বাউদ্রি বলেন, ‘এই বার্তাগুলো থেকে বোঝা যায়, চিকিৎসক দলের কৌশল ছিল মারাদোনার মেয়েদের দূরে রাখা, কারণ তারা হস্তক্ষেপ করলে চিকিৎসকরা আর্থিক সুবিধা হারানোর ঝুঁকিতে পড়তেন।’

মারাদোনা আর্জেন্টিনার রাস্তায়, স্টেডিয়ামে, ভাস্কর্যে এবং অগণিত ট্যাটুতে চিরস্মরণীয় হয়ে আছেন। তার জন্য ১,০০০ বর্গমিটারের একটি সমাধিস্থল নির্মাণ করা হচ্ছে বুয়েনস আইরেসের কেন্দ্রস্থলে।    

তার মেয়ে দালমা মারাদোনা এক ভিডিওতে বলেন, ‘আমরা চাই আমাদের বাবা মানুষের ভালোবাসার কাছাকাছি থাকুন।’ এ স্থানটি বছরে প্রায় এক মিলিয়ন দর্শনার্থী আকর্ষণ করবে এবং আর্জেন্টাইনদের জন্য এটি বিনামূল্যে উন্মুক্ত থাকবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম