Logo
Logo
×

খেলা

দলবদলে প্রায় ২২ হাজার কোটি টাকা খরচ করে চেলসির অনন্য কীর্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৫:৪৬ পিএম

দলবদলে প্রায় ২২ হাজার কোটি টাকা খরচ করে চেলসির অনন্য কীর্তি

ছবি: সংগৃহীত

দলবদল ফি বিবেচনায় ইউরোপে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল স্কোয়াড এখন ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসির। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ‘ইউরোপিয়ান ক্লাব ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, দলবদল খরচে সবমিলিয়ে ১৬৫ কোটি ৬০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৭২৮ কোটি ৩৭ লাখ টাকা) খরচ করেছে ক্লাবটি।

২০২২ সালে রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচের কাছ থেকে ক্লাবটি কিনে নেন মার্কিন ধনকুবের টড বোয়েলি ও ক্লিয়ারলেক ক্যাপিটাল। এরপর দলের শক্তিমত্তা বাড়াতে দুই হাতে অর্থ খরচ করছেন তারা। মালিকানা বুঝে পাওয়ার পর এ পর্যন্ত ৪১ জন খেলোয়াড়কে চেলসিতে টেনেছেন বোয়েলি।

দল গড়তে চেলসির এই খরচ ছাপিয়ে গেছে ২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ১৪২ কোটি ইউরোর স্কোয়াডকে। পেছনে পড়েছে ২০২০ সালে রিয়াল মাদ্রিদের ১৩৩ কোটি ইউরোর স্কোয়াডও।

ইউরোপের শীর্ষ লিগগুলোকে বিশ্লেষণ করে তৈরি প্রতিবেদনে উয়েফা জানায়, ২০২৩ সালে সর্বোচ্চ রাজস্ব আয় করেছে রিয়াল মাদ্রিদ (১০৭ কোটি ৩০ লাখ ইউরো)। তাদের পরের অবস্থান ম্যানচেস্টার ইউনাইটেডের (৮৫ কোটি ৪০ লাখ ইউরো)।

সবচেয়ে বেশি আয় করা ২০ ক্লাবের মধ্যে প্রিমিয়ার লিগ থেকে জায়গা করে নিয়েছে ৯টি ক্লাব। গড়ে এই ৯টি ক্লাবের আয় ৩৫ কোটি ৭০ লাখ ইউরো করে, আর সব মিলিয়ে ক্লাবগুলোর মোট আয় আনুমানিক ৭১৫ কোটি ইউরো।

আয়ের দিক দিয়ে প্রিমিয়ার লিগের পরের অবস্থান স্প্যানিশ লা লিগার ( ৩৭০ কোটি ইউরো)। ৩৬০ কোটি ইউরো আয় করে তৃতীয় জার্মানির বুন্দেসলিগা।।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম