Logo
Logo
×

খেলা

দুবাইয়ের যে সুবিধায় খুশি উইলিয়ামসন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১০:১৬ এএম

দুবাইয়ের যে সুবিধায় খুশি উইলিয়ামসন

ছবি: সংগৃহীত

শেষের পথে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। দু’দলে নেমে এসেছে আট জাতির লড়াই। দুবাইয়ে বসছে মহারণ। শিরোপা ভাগাভাগির আগে কথা উঠেছে পিচ এবং কন্ডিশন নিয়ে। ভারত যে বাড়তি সুবিধা পাচ্ছে, তা নিয়েও বিস্তর প্রশ্ন। তবে একটি জায়গায় কেন উইলিয়ামসন খুশি।

নিউজিল্যান্ডের বর্ষীয়ান তারকা উইলিয়ামসন একটু ঘুরিয়ে বলেছেন, ভারত সুবিধা পাচ্ছে। একই সঙ্গে নিজেও আত্মবিশ্বাসী। এখানেই গ্রুপ পর্বের একটি ম্যাচ রোহিত শর্মাদের বিপক্ষে খেলেছিল কিউইরা। সেই মাঠটিতে এবার শিরোপা ফয়সালার মহারণ।

দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোহিত ব্রিগেড খেলেছে চারটি ম্যাচ। কথা মতো ফাইনালও এখানে বসবে। ভারত মাঠ থেকে বাড়তি সুবিধা পাবে বলে দাবি করেছেন অনেকে। যদিও সেই দাবি মানেননি গৌতম গম্ভীর, রোহিত শর্মারা। সরাসরি ভারতের পক্ষে দুবাইয়ের সুবিধা নেওয়ার কথা না বললেও ঘুরিয়ে স্বীকার করে নিয়েছেন উইলিয়ামসন।

ফাইনাল ম্যাচের কন্ডিশন নিয়ে উইলিয়ামসনের মত, ‘এখানে একাধিকবার খেলেছি। তবে পিচ নিয়ে স্পষ্ট ধারণা আছে ভারতের।’ তবে ভিন্ন কারণে আশাবাদী ব্ল্যাক ক্যাপসের তারকা, ‘ভারত সব ম্যাচ দুবাইতে খেলায় ভালো পিচ বুঝতে। আমাদের ফোকাস এখন ম্যাচে। প্রতিপক্ষ, মাঠ গুরুত্বপূর্ণ। একবার ভারতের বিপক্ষে দুবাইতে খেলায় সুবিধা করে দেবে।’

আগামী ৯ মার্চ বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায়। আত্মবিশ্বাসী কিউইদের সামনে লড়বে দুর্বার ভারত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম