ব্যাটিং তাণ্ডব চালিয়ে কিউই তারকার ট্রিপল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৭:০২ পিএম

ঘরোয়া ক্রিকেটে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে ট্রিপল সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান টস ব্রুস। পাঁচ বছর ধরে নিউজিল্যান্ড জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি।
৩৩ বছর বয়সি এই তারকা ব্যাটসম্যান ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন। ঘরের মাঠে প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন তার দখলে।
দেশটির ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্লাঙ্কেট শিল্ডে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে অকল্যান্ডের বিপক্ষে ৪০১ বলে ৩৪৫ রানের ইনিংস খেলেছেন ব্রুস। এই ইনিংস খেলতে ৩৬ চার ও ৬টি ছক্কা হাঁকান টম ব্রুস।
নিউজিল্যান্ডের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে ১৯৪০ সালে ৩৫৫ রানের ইনিংস খেলেন বার্ট সাটক্লিফের। ১৯৫২-৫৩ মৌসুমে একই দলের হয়ে ৩৮৫ রান করেন ক্যান্টারবুরির বিপক্ষে।
বুধবার অকল্যান্ডের ইডেন পার্কের আউটার ওভালে এই নজির গড়েন টম ব্রুস। এছাড়া ক্লার্কসন অপরাজিত ১৬৬ রান করেন। ৫ উইকেটে ৭০০ রানে ইনিংস ঘোষণা করে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস।