
জাতীয় দলের সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, তরুণ প্রজন্মের আইডল হলেন মুশফিকুর রহিম। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানান, তরুণ প্রজন্মের ক্রিকেটারদের জন্য খুব ভালো দৃষ্টান্ত স্থাপন করে গেছেন মুশফিকুর রহিম।
গতকাল মধ্যরাতে ফেসবুক পোস্টে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি ১৮ বছর ২০২ দিনের ক্রিকেট ক্যারিয়ারে ২৭৪টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ৯টি সেঞ্চুরি আর ৪৯টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেন ৭ হাজার ৭৯৫ রান।
জাতীয় দলের এই সদ্য বিদায়ী তারকা ব্যাটসম্যান প্রসঙ্গে হাবিবুল বাশার সুমন বলেন, মুশফিক শুরু থেকেই টেকনিক্যালি খুব ভালো ছিল। ছোটখাটো গড়ন কিন্তু ওই সময় থেকেই বড় বড় ছক্কা মারত। ওর যে প্রিয় শট স্লগ সুইপ, তখন থেকেই খুব ভালো খেলত। ব্যাটিংয়ের টেকনিক খুব ভালো, এই কারণেই ওকে ২০০৫ সালের ইংল্যান্ড সফরে নেওয়া হয়। সেখানেও ওর টেকনিক নিয়ে সবাই খুব আলোচনা করেছে।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, মুশফিক দলে থাকায় অনেক সুবিধা হতো। অনেকটা অলরাউন্ডার নেওয়ার মতো। যে কারণে একজন বাড়তি ব্যাটসম্যান বা বোলার নেওয়া যায়। মুশফিক থাকায় বাংলাদেশ দল সবসময় পেয়েছে।”