Logo
Logo
×

খেলা

ট্রেনিং জমা দেননি, ব্যাট হাতে ঝড় তুলে প্রমাণ দিলেন শচীন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১২:৫৯ পিএম

ট্রেনিং জমা দেননি, ব্যাট হাতে ঝড় তুলে প্রমাণ দিলেন শচীন

ছবি: সংগৃহীত

শচীন টেন্ডুলকার; আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন একযুগেরও বেশি সময় আগে। ক্রিকেট ছাড়ার আগে যত কীর্তি গড়ে দিয়ে গেছেন এই ভারতীয় কিংবদন্তি; তা আজও তাকে এই খেলায় রেখেছে সবার ওপরে। রেকর্ড ১০০ সেঞ্চুরি ও রেকর্ড ৩৪ হাজার ৩৫৭ রান তার নামের পাশে। সেই তিনি ক্রিকেট থেকে এখন বহু দূরে।

আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায়টা শেষ হয়ে গেলেও এখনো যে ট্রেনিং জমা দেননি; সেটাই যেন আরো একবার প্রমাণ দিলেন এই ভারতীয় কিংবদন্তি। আন্তর্জাতিক মাস্টার্স লিগে ব্যাট হাতে ঝড় ‍তুলেছেন এই ব্যাটার।

বুধবার ভদোদরার বিসিএ স্টেডিয়ামে আন্তর্জাতিক মাস্টার্স লিগের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে শচীন খেলেছেন ৪ ছক্কা ও ৭ চারে ৩৩ বলে ৬৪ রানের একটা ঝলমলে ইনিংস। যা ভক্তদের মন জয় করেছে। অবশ্য এমন ইনিংসের পরও শচীনের দলকে হারতে হয়েছে ৯৫ রানের বড় ব্যবধানে।

অজি অধিনায়ক শেন ওয়াটসনের ৫২ বলে করা ১১০ রান ও বেন ডাঙ্কের করা ৫৩ বলে ১৩২ রানের ইনিংসে অস্ট্রেলিয়ার করা ১ উইকেটে ২৬৯ রানের বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে ভারত অলআউট হওয়ার আগে করতে পেরেছে ১৭৪ রান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম