
ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তান-ভারতের চিরবৈরী সম্পর্ক উত্তপ্ত উনুনে পরিণত হয়েছে। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। অথচ, ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। দুই পড়শির দা-কুমড়ো সম্পর্কের মধ্যে যেন টাটকা বাতাস হয়ে এসেছেন পাকিস্তানি ক্রিকেটভক্ত ফারিয়াল ওয়াকার।
এই সুন্দরী ঝড় তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পাকিস্তান গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়ার পর হতাশ সমর্থকরা বিমর্ষ-বিষণ্ন।
কিন্তু ফারিয়াল রিজওয়ান-বাবরদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। মোহাম্মদ রিজওয়ান, শহীদ আফ্রিদিই শুধু নন, বিরাট কোহলিরও ভক্ত পাক সুন্দরী ফারিয়াল। তিনি একজন নিবেদিতপ্রাণ ক্রিকেটপ্রেমী এবং শিক্ষাবিদ। শৈশব থেকে ক্রিকেটের প্রতি তার নিখাদ ভালোবাসা। কোহলির ব্যাটিং স্টাইল ও টেকনিকে মুগ্ধ ফারিয়াল।
ফারিয়াল বলেন, ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যেতে চলেছে। তাই আমরা দুঃখিত। তা সত্ত্বেও দলের পক্ষেই থাকবো। পরবর্তীকালে দল আরও ভালো খেলুক এটাই চাই।’