যেসব লিগে খেলার জন্য মুশফিক-তাসকিনদের এনওসি দেবে না বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১০:৩৭ পিএম

ছবি: সংগৃহীত
আইপিএল, বিগ ব্যাশের মতো লিগগুলোর সাফল্য দেখে এখন বিশ্বের আনাচে-কানাচে ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এসব লিগে শুধু ক্রিকেট খেলাই হয়, নাকি এর আড়ালে চলে আর্থিক দুর্নীতির মচ্ছব, তা নিয়ে প্রশ্ন আছে পর্যবেক্ষকদের।
তাই এবার নামসর্বস্ব এসব টুর্নামেন্টগুলোতে ক্রিকেটারদের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, জিম আফ্রো টি-টেন টুর্নামেন্ট, শ্রীলংকার লংকা প্রিমিয়ার লিগ, টি-টেন লিগ, আবুধাবির টি টেন টুর্নামেন্টসহ আরো কিছু প্রতিযোগিতার মান নিয়ে আছে প্রশ্ন। তাই বিসিবি এখন ‘মানহীন’ ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটারদের ‘অনাপত্তিপত্র’ দেওয়ার ব্যাপারে কঠোর হচ্ছে।
এ প্রসঙ্গে বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম গণমাধ্যমকে বলেছেন, ‘কিছু মানহীন টি-টোয়েন্টি লিগ বা টি টেন লিগ হচ্ছে। সেসবে আমাদের খেলোয়াড়দের অংশগ্রহণের ব্যাপারে আমাদের আপত্তি আছে।’
তবে আইপিএল, বিগ ব্যাশ, পিএসএলের মতো লিগগুলোতে বাংলাদেশের খেলোয়াড়রা ডাক পেলে ‘অনাপত্তিপত্র’ দিতে আপত্তি নেই বিসিবির।
তবে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেট বাদ দিয়ে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে আছে আপত্তি। যদিও পরিস্থিতি বিবেচনায় বিসিবি সেসবেও ছাড় দেবে। কিন্তু গুটিকয়েক ক্রিকেটার বাদে এসব ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রিকেটারদের চাহিদা খুব একটা নেই। সেই দিকটিও মাথায় রাখছেন ক্রিকেট কর্তরা।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনুষ্ঠিত হবে আগামী মাসে। পিএসএলে দল পেয়েছেন লিটন, নাহিদ ও রিশাদ। তারা এখনো লিগে অংশগ্রহণের জন্য বিসিবির কাছে আবেদন করেননি। তাদের আবেদনের পর বিসিবি অনাপত্তিপত্র দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবে।