Logo
Logo
×

খেলা

ক্রিকেট ইতিহাসে যে রেকর্ড শুধুই উইলিয়ামসনের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৯:২০ পিএম

ক্রিকেট ইতিহাসে যে রেকর্ড শুধুই উইলিয়ামসনের

কেন উইলিয়ামসন

কেন উইলিয়ামসন খুব একটা উচ্চবাচ্য করেন না। মুখের চেয়ে ব্যাটের ভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এই যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে চুপিসারে অনন্য এক কীর্তি গড়লেন এই কিউই ব্যাটার। ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে সব আইসিসি ইভেন্টের নকআউট পর্বে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দারুণ এক সেঞ্চুরি করেছেন উইলিয়ামসন। রাচিন রবীন্দ্রর সঙ্গে তার ১৬৪ রানের জুটি নিউজিল্যান্ডের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেকোন উইকেটে সর্বোচ্চ। 

এর আগে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলেছিলেন ৯৫ বলে ৬৭ রানের ইনিংস। ২০২৩ সালে সে ভারতের বিপক্ষেই বিশ্বকাপের সেমিতে করেছিলেন ৬৯ রান। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন ৪৮ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস।

শুধু সাদা বলের ক্রিকেটেই নয়, ২০২১ সালে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৯ করেছিলেন উইলিয়ামসন। তবে রানতাড়ায় নেমে চতুর্থ ইনিংসে করেছিলেন ৫২ রান।

এবার চ্যাম্পিয়ন্স ট্রফির নকআউট পর্বে তো একেবারে সেঞ্চুরিই পেয়ে গেলেন। ৯৪ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০২ রান করেছেন তিনি। রবীন্দ্রর ১০৮ রানের সঙ্গে তার অনবদ্য এই ইনিংসের সুবাদেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে রেকর্ড ৩৬২ রান তুলতে সক্ষম হয়েছে কিউইরা।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম