Logo
Logo
×

খেলা

ক্যালিসের রেকর্ড ভেঙে শচীনকে স্পর্শ করার পথে রাচিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৮:১৩ পিএম

ক্যালিসের রেকর্ড ভেঙে শচীনকে স্পর্শ করার পথে রাচিন

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন রাচিন রবিন্দ্র। ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটার ব্যাটিংয়ে অনবদ্য।

আইসিসির ওয়ানডে ফরম্যাটের গুরুত্বপূর্ণ দুটি ইভেন্টে অংশ নিয়ে ইতোমধ্যে ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ক্যারিয়ারের ৩২তম ম্যাচে ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, সবগুলোই আইসিসি টুর্নামেন্টে।

আইসিসি টুর্নামেন্টে ৫টি সেঞ্চুরি হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কাছাকাছি চলে এসেছেন রাচিন রবিন্দ্র।

ভারতীয় তারকা ক্রিকেটার শিখর ধাওয়ানের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক আসরে দুটি সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটসম্যান হলেন রাচিন রবিন্দ্র। এর আগে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিখর ধাওয়ান এই নজির গড়েন।

আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রাচিন রবীন্দ্র ১০১ বলে ১০৮ রান করেন।

আইসিসি ওয়ানডে টুর্নামেন্টে পাঁচটি সেঞ্চুরি করার মধ্য দিয়ে ব্যাটসম্যানদের এলিট ক্লাবে যুক্ত হলেন রাচিন রবীন্দ্র। এই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের জো রুট, ওয়েষ্ট ইন্ডিজের ক্রিস গেইল, শ্রীলংকার তিলকরত্নে দিলশান ও দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা হার্সেল গিবস।

শচীন টেন্ডুলকারের পরেই জায়গা করে নিয়েছেন রাচিন রবীন্দ্র। এই বাঁহাতি ব্যাটসম্যান এখন বিশ্বের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম